রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার দুটি ট্রলারসহ আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা: হাসনাত আবদুল্লাহ ৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান আপ বাংলাদেশের নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মতবিনিময় ছেলেদের মুফতি বানাবেন নায়ক অনন্ত জলিল নাফ নদী থেকে ১২ জেলেকে ধরে নেয়ার প্রতিবাদ জামায়াতের জুলাই আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর বিরুদ্ধে কর্মসূচি দিল বৈছাআ ‘হেফাজতকে বিক্রি করে কেউ মাথা উঁচু করে থাকতে পারবে না’ চাকসু নির্বাচনে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থীতা বাতিলের দাবি

‘দুই ঈদ ব্যতিত ইসলামে অন্য কোন দিনের শ্রেষ্ঠত্ব বা খুশির দিন নাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পহেলা বৈশাখ উৎযাপন সম্পর্কে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন জুমার বয়ানে বলেন, বাংলা বছরের প্রথম দিন ১লা বৈশাখ। দেশের কিছু মানুষ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিন পালন করে থাকেন কিন্তু দুই ঈদ ব্যতিত ইসলামে অন্য কোন দিনের কোন ফজিলত বা শ্রেষ্ঠত্ব বা খুশির দিন নাই।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যেহেতু আল্লাহর বান্দা; তাঁর হুকুমের পাবন্দ। সেহেতু দিন হিসেবে এটাকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না। যাঁরা এ দিনে আড়ম্বরনার সাথে আয়োজন করে পান্তা-ইলিশ খাওয়া এবং মঙ্গল শোভাযাত্রাসহ ইত্যাদি অনুষ্ঠান করা অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন আমি তাদের কে বলব এরকম করা ঠিক হবে না।

আমি সরকার কে অনুরোধ করব মাহে রমজানুল মুবারকে পান্তা-ইলিশ খাওয়া এবং মঙ্গল শোভাযাত্রা বা এ জাতীয় কোন অনুষ্ঠান যাতে রমজানের পবিত্রতায় বিঘ্ন ঘটায়। এমন কোন অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

আর যাঁরা এ দিনে পান্তা-ইলিশ খাওয়া নিজেদের উপর ওয়াজিব করে নিয়েছেন পান্তা-ইলিশ না খেলে চলবেই না, তাঁরা যেন সাহরির সময় বা ইফতারে নিজের ঘরে বসে খান। সব থেকে ভাল হয় এই পান্তা-ইলিশের অর্থ গরীব দুঃখিদের মাঝে বিলিয়ে দিলে।

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আরো বলেন, বছরের প্রথম দিন উপলক্ষ্যে যদি কিছু করতেই হবে তাহলে দুরুদ শরীফের মাহফিল বা কুরআন খতমের মাহফিলের জিকির আজকারের মাধ্যমে বছর শুরু করা। তাতে আরো বেশি বরকত হবে বলে মন্তব্য করেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তাওফিক দান করেন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ