রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

নতুন প্রধানমন্ত্রীকে আফ্রিদির অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নানা নাটকীয়তার পর ইমরান খানকে হটিয়ে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। এবার দেশটির নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন পাক ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

টুইট বার্তায় অভিনন্দন জানিয়ে আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজ শরিফকে অভিনন্দন। আশা করি, তিনি তার ব্যবস্থাপনার দক্ষতা দিয়ে পাকিস্তানকে বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট থেকে বের করে আনবেন। পাকিস্তান জিন্দাবাদ।’

Afrrr

উল্লেখ্য, গত সোমবার ১৭৪ ভোট পেয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। এর আগে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর অনাস্থা নিয়ে রাজনৈতিক সংকট দেখা দিলে সাবেক এই অলরাউন্ডার এক টুইট বার্তায় বলেছিলেন, ‘পাকিস্তানের স্বাধীনতার ৭৫ বছর হয়ে গেছে। অথচ একটি গণতান্ত্রিক সরকারও পুরো সময় থাকতে পারেনি। আল্লাহর দোহাই লাগে, আপনারা একটি সরকারকে তাদের মেয়াদ পূর্ণ করতে দিন।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ