রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার দুটি ট্রলারসহ আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা: হাসনাত আবদুল্লাহ ৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান আপ বাংলাদেশের নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মতবিনিময় ছেলেদের মুফতি বানাবেন নায়ক অনন্ত জলিল নাফ নদী থেকে ১২ জেলেকে ধরে নেয়ার প্রতিবাদ জামায়াতের জুলাই আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর বিরুদ্ধে কর্মসূচি দিল বৈছাআ ‘হেফাজতকে বিক্রি করে কেউ মাথা উঁচু করে থাকতে পারবে না’ চাকসু নির্বাচনে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থীতা বাতিলের দাবি

এ বছরের সাদাকাতুল ফিতর বিষয়ে হাটহাজারী মাদরাসার ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ১৪৪৩ হিজরি সনের জনপ্রতি সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করে ফতোয়া প্রকাশ করেছে এশিয়ার অন্যতম ও প্রাচীন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।

ফতোয়ায় বলা হয়েছে, চলতি বছরের সর্বনিম্ম সাদাকাতুল ফিতর ৭৫ টাকা। সর্বোচ্চ সাদাকাতুল ফিতর ২২০০ টাকা। তবে এটি শুধু চট্টগ্রাম জেলার জন্য প্রযোজ্য। অন্য জেলার বাজার মূল্য অনুযায়ী সাদাকাতুল ফিতর নির্ধারণ হবে বলে জানানো হয়েছে।

ইসলামী শরীয়াহ মতে গম, ভুট্টা, যব, কিসমিস, খেজুর ও পনির এর মধ্যে যেকোনো একটি পন্য দ্বারা ফিতরা প্রদান করা যায়।

ফিতরার পরিমান: খেজুর, কিসমিস, ভুট্টা, পনির ও যবের ক্ষেত্রে এক সা’ (৩ কেজি ২৭০ গ্রাম) বা তার সমপরিমান টাকা। গম বা আটার ক্ষেত্রে আধা সা’ (১ কেজি ৬৩৫ গ্রাম) বা তার সমপরিমান টাকা।

বর্তমান বাজার মূল্য অনুযায়ী, আটা ১ কেজি ৬৩৫ গ্রাম ৭৩ টাকা ৫৭ পয়সা। আদায়ের সুবিধার্থে ৭৫ টাকা। যব ৩ কেজি ২৭০ গ্রাম ১০৪ টাকা ৬৫ পয়সা। আদায়ের সুবিধার্থে ১০৫ টাকা। ভুট্টা ৩ কেজি ২৭০ গ্রাম ২২৮ টাকা ৯০ পয়সা। আদায়ের সুবিধার্থে ২৩০ টাকা। খেজুর ৩ কেজি ২৭০ গ্রাম ৯৮১ টাকা। আদায়ের সুবিধার্থে ৯৮৫ টাকা। কিসমিস ৩ কেজি ২৭০ গ্রাম ১১৪৪ টাকা ৫০ পয়সা। আদায়ের সুবিধার্থে ১১৪৫ টাকা। পনির ৩ কেজি ২৭০ গ্রাম ২১৯৭ টাকা ৪৪ পয়সা। আদায়ের সুবিধার্থে ২২০০ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ