রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার দুটি ট্রলারসহ আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা: হাসনাত আবদুল্লাহ ৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান আপ বাংলাদেশের নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মতবিনিময় ছেলেদের মুফতি বানাবেন নায়ক অনন্ত জলিল নাফ নদী থেকে ১২ জেলেকে ধরে নেয়ার প্রতিবাদ জামায়াতের জুলাই আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর বিরুদ্ধে কর্মসূচি দিল বৈছাআ ‘হেফাজতকে বিক্রি করে কেউ মাথা উঁচু করে থাকতে পারবে না’ চাকসু নির্বাচনে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থীতা বাতিলের দাবি

বিশ্বে করোনায় আক্রান্ত আরও ১২ লাখ ৩৮ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি টিকাকরণের ফলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। বর্তমানে মানুষ অনেকটাই স্বাভাবিক জীবনে প্রবেশ করেছে। কিছুদিন ধরেই কোভিডে আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী। তবে গত ২৪ ঘণ্টায় আগের কয়েক দিনের তুলনায় আক্রান্ত-মৃত্যু অনেকটা বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বুধবার (৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৮ হাজার ৪৪৯ জন। এ সময় মারা গেছেন ৩ হাজার ৪৮২ জন।

এর আগে মঙ্গলবার (৫ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭ লাখ ২৪ হাজার ৩০৭ জন। এ সময় মৃত্যু হয়েছিল ২ হাজার ৩৯৭ জনের। এর আগের দিন সোমবার (৪ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন। এ সময় মারা যান এক হাজার ৮৯৩ জন।

বুধবার সকাল ৯টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৪১ লাখ ৪২ হাজার ২৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ কোটি ৯৪ লাখ ১৪ হাজার ৭৬৬ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৮৩ হাজার ৫১০ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৯ লাখ ১২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৯ হাজার ৩৯০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৩০ হাজার ৭৬৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৫১৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪০ হাজার ১২৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫৮১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ