রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার দুটি ট্রলারসহ আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা: হাসনাত আবদুল্লাহ ৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান আপ বাংলাদেশের নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মতবিনিময় ছেলেদের মুফতি বানাবেন নায়ক অনন্ত জলিল নাফ নদী থেকে ১২ জেলেকে ধরে নেয়ার প্রতিবাদ জামায়াতের জুলাই আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর বিরুদ্ধে কর্মসূচি দিল বৈছাআ ‘হেফাজতকে বিক্রি করে কেউ মাথা উঁচু করে থাকতে পারবে না’ চাকসু নির্বাচনে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থীতা বাতিলের দাবি

বায়তুল্লায় নামাজের জন্য খুলে দেওয়া হল ৮০টি নতুন হল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের কাবা শরিফের তৃতীয় সম্প্রসারণের নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে ৮০টি নতুন হল।

গতকাল মঙ্গলবার বিষয়ক প্রকল্পের শীর্ষ কর্মকর্তা ওয়ালিদ আল মাসুদি জানান, নতুন হলগুলোর অবস্থান গ্রাউন্ড ফ্লোর ও প্রথম তলায় এবং মসজিদের প্রথম ও দ্বিতীয় মেজানাইন (দুই তলার মধ্যবর্তী স্থান) স্তরে। মুসল্লিরা প্রধান গেটের পাশাপাশি মসজিদের উত্তর, পশ্চিম ও পূর্ব দিকের বেশ কয়েকটি প্রবেশপথ দিয়ে এসব হলে প্রবেশ করতে পারবেন।

নতুন এ হলগুলোতে একসাথে প্রায় তিন লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। যদি এগুলো পূর্ণ হয়ে যায় তাহলে উত্তর প্রাঙ্গণে আরো দুই লাখ ৮০ হাজার মুসল্লির জায়গা হবে। আর এগুলোও পূর্ণ হয়ে গেলে পশ্চিমের প্রাঙ্গণগুলোতে আরো বেশি জায়গা রয়েছে।

আল মাসুদি আরো জানান, রমজান মাসে মসজিদে মুসল্লিদের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পায়। তারা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে, নতুন নামাজের হলগুলো খুঁজে পেতে পারে এবং সহজে ও নিরাপদে সেখানে ঢুকতে ও বের হতে পারে, তার জন্য বিশেষ টিম নিযুক্ত করা হয়েছে।

দুই পবিত্র মসজিদ তথা হারামাইনের মুসল্লিদের জন্য সর্বোত্তম মানের পরিষেবা দিতে এই প্রকল্পের প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইনের নির্দেশনায় এবং আন্ডার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আল জাবরির সরাসরি তত্ত্বাবধানে এসব কাজ সম্পাদিত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের প্রধান গেট ১০০ নম্বর বাদশাহ আবদুল্লাহ গেট, উত্তর দিকের ১০৪, ১০৬, ১১২, ১৭৩, ১৭৫ ও ১৭৬ নম্বর গেট, পশ্চিম দিকের ১১৪, ১১৬, ১১৯, ১২১ ও ১২৩ নম্বর গেট এবং পূর্ব দিকের ১৬২, ১৬৫ ও ১৬৯ নম্বর গেট দিয়ে এসব হলে যাওয়া যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ