শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

আস্তে আস্তে শিক্ষার্থীদের গাইড বিমুখ করতে হবে: মুফতি আশরাফুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

বেফাকের  ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষায় প্রশ্ন কঠিন হওয়া একটি কথা ওঠার পর শিক্ষার্থীদের গাইড নির্ভরতা এবং এর ফলে যোগ্যতায় ঘাটতির বিষয়টি নতুন করে আলোচনা তৈরি করেছে। এ নিয়ে আবারো সচেতনতা বৃদ্ধির প্রতি জোর দিয়েছেন শিক্ষাবিদ আলেমরা।

গাইড নির্ভরতার কারণে আকাবির আসলাফের আশঙ্কার বিষয়টি প্রকট হয়ে সামনে আসতে শুরু করেছে বলে মতামত দিয়েছেন অনেকে। শিক্ষাঙ্গনে এই সংকট, সমাধান ও মাদরাসাগুলোর দায়বদ্ধতা নিয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন রাজধানীর বসিলায় অবস্থিত জামিয়া রাহমানিয়া আজিজিয়ার শিক্ষাসচিব মুফতি আশরাফুজ্জামান।

তিনি বলেছেন, গাইড নির্ভরতার কারণে সবচেয়ে বড় যে ক্ষতিটি হচ্ছে তা হল গাইড পড়েই যোগ্যতা ছাড়াই শিক্ষার্থীরা ভালো নম্বর পেয়ে যাচ্ছে। একারণে আরেকটা সমস্যা তৈরি হচ্ছে তা হল সত্যিকারের যোগ্যতাসম্পন্ন ছাত্রদের খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়ছে।

আরো পড়ুন: ‘গাইড নির্ভর পড়াশোনা বন্ধে শিক্ষাবোর্ডের কঠোর হওয়া ছাড়া উপায় নেই’

‘বিষয়টি এভাবে চলতে থাকলে যোগ্যতাসম্পন্ন ছেলে তৈরি হওয়া কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ সবাই গাইড নির্ভর হয়ে পড়বে, কেউ মেইন কিতাবের দিকে যেতে চাইবে না। এভাবে চলতে থাকলে কিতাব এবং ফনের বিষয়ে যোগ্যতা সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া যাবে না’।

তিনি বলেন, বেফাকের সাবেক মহাসচিব আল্লামা আব্দুল জব্বার জাহানাবাদী রহ. তার সময়ে গাইড নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন।

‘বর্তমানেও শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের গাইড নির্ভরতা থেকে ফেরাতে প্রশ্নপত্রে গাইডের যে ধরন তা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। এছাড়াও তারা বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এভাবে আস্তে আস্তে শিক্ষার্থীদের গাইড থেকে বিমুখ করতে হবে’ বলেন তিনি।

তিনি আরো বলেছেন, ‘প্রশ্নপত্রে এবারত তরজমা এসবের উপর জোর দেওয়াও গাইড নির্ভরতা কমাতে সাহায্য করবে’। এই শিক্ষাবিদের মতে, ‘শিক্ষার্থীরা গড়ে উঠে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, তাই মাদরাসাগুলোকেও ব্যক্তিগতভাবে এ বিষয়গুলোতে জোর দিতে হবে’।

আরো পড়ুন: বলা যায় গাইড নির্ভরতার কারণে একটি প্রতিবন্ধী প্রজন্ম তৈরি হচ্ছে: মাওলানা জিকরুল্লাহ খান

-এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ