সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘আওয়ামী লীগের পদে থাকা ডামি এমপি বা মন্ত্রীরা কেন গ্রেপ্তার হচ্ছে না?’ দল যে সিদ্ধান্তই নেবে, মেনে নেব: ফজলুর রহমান ভিকারুননিসা'র হিজাববিদ্বেষী শিক্ষিকাকে অবিলম্বে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মবের শিকার দাবি করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফজলুর রহমান হিজাব ও দাড়ি বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রতিবাদ দেশের ৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ সংস্কার ছাড়া নির্বাচন নয় : নাহিদ ইসলাম ৯ দিন ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র সাব্বিরের মিশিগানে শিশুদের ইসলামি আদর্শে গড়ে তুলতে ব্যতিক্রমী আয়োজন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

তুর্কি পররাষ্টমন্ত্রী বললেন, ‘বিশ্বকে বদলে দিবে রাশিয়ার ইউক্রেন আক্রমণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের পররাষ্টমন্ত্রী বলেছেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে শুধু ইউরোপ নয় সমগ্র বিশ্বই বদলে যাবে। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্টমন্ত্রী এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

অষ্টমবারের মতো অয়োজিত ইস্তাম্বুল মধ্যস্থতা সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তুরস্কের পররাষ্টমন্ত্রী মওলুদ চাভুশওলু এমন মন্তব্য করেন। এ সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমনকি জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন।

ওই সম্মেলনে মওলুদ চাভুশওলু বলেন, বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক। আমরা ওই ক্ষেত্রে নিজেদেরকে ওই পরিবর্তিত পরিস্থিতির সাথে মিলিয়ে নিতে পারি এবং ওই পরিবর্তনকে স্বীকৃতি দিতে পারি। এছাড়া আর কিছু করার নেই।

তিনি বলেন, ঠাণ্ডা যুদ্ধের উচ্ছ্বাস বা উত্তেজনা অনেক আগেই শেষ হয়েছে। বিশ্বে এখন বহুমেরু বা অনেক শক্তিশালী দেশের উদ্ভব হয়েছে। এমন সময়ে রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে শুধু ইউরোপ নয় সমগ্র বিশ্বই বদলে যাবে।

তুরস্কের পররাষ্টমন্ত্রী জানান, বর্তমানে সমগ্র বিশ্বেই সঙ্ঘাত চলছে। এ সঙ্ঘাতকবলিত এলাকায় দু’শো কোটি মানুষ বাস করে।

এসব সঙ্ঘাতের ধরন জটিলাকার হচ্ছে বলে মন্তব্য করে মওলুদ চাভুশওলু বলেন, দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক ব্যবস্থা এ পরিবর্তিত পরিস্থিতি ও নতুন চ্যালেঞ্চের সাথে খাপ খাওয়াতে পারছে না। এ কারণেই ইউক্রেনে সামরিক সঙ্ঘাত চলছে। এখন আমাদের সমস্যা খুঁজে বের করে তার সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সূত্র: ইয়েনি শাফাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ