বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ৪৫ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব এখনো চলছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে দেশে টিকা কার্যক্রম চালু থাকলেও লাগাম কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না। ফলে এ ভাইরাসের আক্রান্ত ও মৃত্যু কোনোটাই নিয়ন্ত্রণে আসছে না।

এরইমধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ লাখ ৯৬ হাজার ৮৪২ জন। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৭০৮ জন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৪০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৫৭ লাখ ৬৭ হাজার ৭৬৬ জন। এ ছাড়া মোট মারা গেছেন ৬০ লাখ ৪৩ হাজার ১৬১ জন।

এর আগে গতকাল বুধবার (৯ মার্চ) বিশ্বে ১৬ লাখ ৩৩ হাজার ৬৭২ জন আক্রান্ত হয়েছিলেন। একই সময়ে মারা যান ৭ হাজার ১৬৪ জন। ফলে বুধবারের তুলনায় সংক্রমণ কিছুটা বাড়লেও ও কমছে মৃত্যু।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১ লাখ ৬৪ হাজার ১০৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৪৭৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৫৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৪৯০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ৪২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৫৮৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ