শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


বান্দরবানে দুপক্ষের গোলাগুলিতে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের দুই পক্ষের গোলাগুলিতে চারজন নিহত হয়েছে।

রোববার (৬ মার্চ) সকালে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

তি‌নি বলেন, শনিবার (৫ মার্চ) রাতে বান্দরবানের রুমার পাইন্দু ইউ‌নিয়নে দুই পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর ম‌ধ্যে গোলাগু‌লির ঘটনা ঘটে। আজ সকালে রোয়াংছ‌ড়ির সাঙ্গু নদীর পাড়ে চারজনের মরদেহ পড়ে আছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শ‌নিবার রোয়াংছ‌ড়ির তালুকদার পাড়ার কাছে পাহাড়ের আঞ্চ‌লিক সংগঠন জেএসএস মূল দলের নেতা‌ অনুমংকে হত্যা করে মরদেহ নিয়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দলের সন্ত্রাসীরা পরবর্তীতে শ‌নিবার রাতে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রুপের ওপর হামলা চালিয়ে লাশ নৌকায় করে এনে রোয়াংছ‌ড়ির মংবাতং পাড়ার নদীর পাড়ে ফেলে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ