মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

অনিয়মের অভিযোগ: শিক্ষকদের তোপের মুখে মিটিং ছেড়ে যেতে বাধ্য হলেন আলিয়া মাদরাসার অধ্যক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার এক আলিয়া মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়ার পর পরিচালনা পর্ষদের মিটিং হয়। সেখানে বিভিন্ন শিক্ষকের তোপের মুখে মিটিং ছেড়ে সেই অধ্যক্ষ দৌড়ে  সেখান থেকে চণে যান বলে জানা গেছে।

মঙ্গলবার (১ মার্চ) উপজেলা বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া ফাজিল মাদরাসায় ঘটনাটি ঘটে। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতির বরাবর দায়ের করা অভিযোগ দীর্ঘদিনেও নিষ্পত্তি না হওয়ায় এদিন দুপুরে মাদরাসার অধ্যক্ষের বক্তব্য নিতে সংবাদ কর্মীরা গেলে অধ্যক্ষ দ্রুত ঘটনাস্থল যান।

জানা যায়, মাদরাসার অধ্যক্ষ আব্দুল খালেক ছয় লাখ টাকা ঘুষ দিয়ে চাকুরিতে ঢুকেছেন। পরবর্তী সময়ে তিনি জড়িয়ে পড়েন নানা অনিয়ম, দুর্নীতি, মামলা মোকদ্দমায়। অধ্যক্ষের বিরুদ্ধে মাদরাসার শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটির) বরাবর অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘদিনেও এসব অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

শেষে মঙ্গলবার দুপুরে মাদরাসার অফিস কক্ষে গভর্নিং বডির পূর্ব নির্ধারিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গভর্নিং বডির সভাপতি সভার কার্যক্রম স্থগিত করেন। এ সময় মাদরাসার শিক্ষক কর্মচারীদের সঙ্গে গভর্নিং বডির সহ সভাপতি আব্দুল লতিফ মোড়লসহ অন্য সদস্যরা মতবিনিময় করলে বের হয়ে আসে অধ্যক্ষের আর্থিক অনিয়ম এবং দুর্নীতির কথা। এ সময় শ্রীপুরে কর্মরত গণমাধ্যম কর্মীরা অধ্যক্ষের বক্তব্য নিতে গেলে তিনি অভিযোগ প্রত্যাখ্যান করেন এরপর শিক্ষকদের তোপের মুখে তিনি মিটিং ছেড়ে কোনো বক্তব্য না দিয়ে দ্রুত চলে যান।

মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার মুঠোফোনে জানান, মাদরাসায় পরিচালনা পর্ষদের একটি মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু এটি স্থগিত করা হয়েছে, পরবর্তী সময়ে সহ সভাপতির নেতৃত্বে মিটিংটি হয়েছে বলে শুনেছি। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তাদীন রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ