বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

যে কোনো মুহূর্তে কিয়েভের পতন ঘটতে পারে বলে হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটতে পারে বলে হুঁশিয়ারি করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের খবর বলছে, যুক্তরাষ্ট্রের প্রাথমিক ধারণা হচ্ছে—বর্তমানে যেভাবে হামলা এগোচ্ছে, তাতে এক থেকে চারদিনের মধ্যে রুশ নিয়ন্ত্রণে চলে যেতে পারে কিয়েভ।

বৃহস্পতিবার রাতে এক জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেন, ইতিমধ্যে কিয়েভের ২০ মাইলের মধ্যে ঢুকে পড়েছে রুশ বাহিনী। তাদের বিশ্বাস—রুশ বাহিনীকে প্রত্যাশার চেয়েও কঠিন প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। তবে কিয়েভের পতন ঘটবে কি না, জানতে চাইলে ক্যাপিটল হিলের কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, রাশিয়া কিয়েভের দিকেই অগ্রসর হচ্ছে।

পশ্চিমাদের গোয়েন্দাদের সন্দেহ—কিয়েভ সরকারের পতন ঘটিয়ে সেখানে রুশ-বান্ধব ছায়া সরকার স্থলাভিষিক্ত করবে রাশিয়া। কিন্তু পরবর্তীতে ইউক্রেনের ভূখণ্ড রাশিয়া নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইবে কি না—তা কেউ পরিষ্কার করে বলতে পারেনি।

যে কোনো দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, কিয়েভের উত্তরের অবোলোন জেলায় প্রবেশ করেছে রুশ বাহিনী। পেট্রোল বোমা দিয়ে প্রতিরোধ গড়তে নাগরিকদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

কংগ্রেসের আর্মড সার্ভিসেস কমিটির রুবেন গ্যালিগো বলেন, রাশিয়া যদি কিয়েভ দখল করতে যায়, তবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে যুক্তরাষ্ট্রের অস্ত্রসহায়তা দেওয়া উচতি।

তিনি বলেন, আমাদের তৎপরতায় যদি কোনো প্রভাব না-পড়ে, তবে বুঝতে হবে—ইউক্রেনের সামরিক বাহিনী আপস করেছে। তারপর প্রতিরোধ যোদ্ধাদের দিকে নজর দিতে হবে, যারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাইবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ