সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন

ইউক্রেনে বড় ধরনের সাইবার হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ব্যাংক এবং সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে সাইবার হামলা চালানো হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সিকে এক মন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য, নিরাপত্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ইউক্রেনের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া বেশ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটেও সাইবার হামলার ঘটনা ঘটেছে।

ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন স্বীকৃতি দেওয়ায় পশ্চিমাদের তীব্র রোষানলে পড়েছে রাশিয়া। দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশ। পূর্ব ইউক্রেনে মস্কোর সেনা মোতায়েন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করলেও রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরমধ্যেই, রুশ-ইউক্রেন উত্তেজনায় টালমাটাল হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি।

ইউক্রেন সঙ্কট সমাধানে কূটনৈতিক তৎপরতার পর এবার নিষেধাজ্ঞার পথে হাঁটল পশ্চিমারা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাশিয়া থেকে জার্মানিগামী গ্যাস পাইপলাইন বন্ধের ঘোষণা দেয় বার্লিন। নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ।

প্রথম দফা নিষেধাজ্ঞা দিলেও মস্কোর সঙ্গে যুদ্ধে জড়ানোর ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে ইউক্রেনের কিয়েভে রুশ দূতাবাস থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে রাশিয়া। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ঘোষণার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাশিয়ার সংবাদ সংস্থা তাস এবং এএফপি জানিয়েছে।

মুখপাত্র মারিয়া জাকরাভ জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার কূটনীতিকদের ওপর ‘একাধিক হামলা’ এবং ‘আক্রমণাত্মক আচরণের’ কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ