বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

৭ বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম: রাশিয়া-ইউক্রেন সংকটই কী কারণ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেন সংকটে তেলের সরবরাহে সমস্যা হতে পারে- এমন আশঙ্কায় বিশ্বজুড়ে তেলের দাম বাড়তে শুরু করেছে।

বিবিসি বলছে, পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়ার স্বীকৃতির পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ফিউচারস অব বেরেন্ট ক্রুডের হিসাবে তেলের দাম ব্যারেলপ্রতি ৯৮ ডলার ছুঁয়েছে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

সৌদি আরবের পর রাশিয়া বিশ্বে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল সরবরাহ করে থাকে। বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনও করে রাশিয়া।

তবে ইউক্রেনের ঘটনার জের ধরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ।

বিনিয়োগ বিশেষজ্ঞ সু ত্রিন বলছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তারা বিশ্বে তেল বা গ্যাসের সরবরাহ কমাতে বাধ্য হবে। ফলে সেটা বিশ্বের অর্থনীতির ওপর অবশ্যই বড় প্রভাব ফেলবে।

দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং সেখানে সেনা পাঠাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের জবাবে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এর আগে সোমবার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে এ সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন পুতিন। এরপর সেখানে ‘শান্তিরক্ষার কাজে’ রুশ সেনা পাঠানোর নির্দেশ দেন তিনি।

ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক দিন ধরে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তুমুল উত্তেজনা-সংঘাতের মধ্যে পুতিনের এ ঘোষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ