বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

বিজেপির মুসলিম বিদ্বেষী টুইট সরিয়ে দিয়েছে টুইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ভারতের জনতা পার্টি (বিজেপি)’র গুজরাট ইউনিট-এর পক্ষ থেকে মুসলিম বিদ্বেষী একটি টুইট করা হয়েছিল, যা টুইটার কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে।

২০০৮ সালে আহমদাবাদে হামলার ঘটনায় ভারতীয় আদালত ৩৮ জনকে মৃত্যুর রায় দিয়েছে। এই রায়কে কেন্দ্র করে শুক্রবার টুইটারে বেশকিছু বিদ্বেষ মূলক পোস্ট করেছে গুজরাটের বিজেপি ইউনিট।

ছবিগুলোতে ভারতের পতাকা ও আহমেদাবাদের হামলার ছবি দেখানো হয়েছে, এবং এর সাথে মুসলিম পুরুষদের ফাঁসিতে ঝোলানোর কিছু ছবিও যুক্ত করা হয়েছিল।

বিজেপির টুইটের ক্যাপশনে লেখা হয়েছে, ‘সত্যের জয় হয়েছে ,  সন্ত্রাসীদেরকে কখনোই মুক্তি দেওয়া হবে না’।

বিদ্বেষ মূলক এই ছবি ও পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়মবহির্ভূত হওয়ার কারণে তা টুইটার থেকে মুছে দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই এই পোস্টগুলোর কার্টুন তৈরি করে ফেসবুক ও ইনস্টাগ্রামে তা ছড়িয়ে দিয়েছে। পরবর্তীতে ফেসবুক থেকে পোস্টগুলো সরানো হয়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এই পোষ্টগুলো সরিয়ে নিতে অনেকেই রিপোর্ট মেরেছেন, ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে পোস্টগুলো তাদের কমিউনিটির বিরুদ্ধে নয়। তবে টুইটার বিষয়টি শক্ত হাতে প্রতিহত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দাবি, ‘এমন পোস্ট প্রচারের কারণে বিজেপি সাম্প্রদায়িক সহিংসতা ও ঘৃণা ছড়ানোর জন্য দায়ী হবে, তাদের এ ধরনের প্রচারণা সংখ্যালঘু সম্প্রদায়কে গণহত্যার দিকে নিয়ে যাবে বলেও অভিযোগ করেছেন তারা’।

আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী লিখেছেন,  ‘এটি একটি জঘন্য কাজ এবং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এর নিন্দা জানানো আহ্বান জানিয়েছেন’।

সূত্র: ডেইলি জং

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ