মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত  রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাজ্যসহ ১১ দেশ বাংলাদেশ ব্যাংকে সুকুক বিষয়ে শরিয়াহ প্রস্তাবনা প্রদান হিজাব ও দাড়ি নিয়ে বৈষম্য, জড়িতদের শাস্তি দাবি হেফাজতের প্রধান নির্বাচন কমিশনারের আচরণ প্রশ্নবিদ্ধ : পীর সাহেব চরমোনাই ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা দাড়ি রাখায় শাস্তি প্রদান ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার শামিল: জমিয়ত ফেসবুকের অন্যায্য আচরণের বিরুদ্ধে জিডি করলেন ইবনে শাইখুল হাদিস অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ

হিজাব ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনের মতামতকে বাঁকা চোখে দেখছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্নাটকের হিজাব পরে শ্রেণিকক্ষে প্রবেশাধিকার নিয়ে বিতর্ক ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ এ নিয়ে তাদের মতপ্রকাশ করছে। এখন ভারত এই বিষয়ে তাদের মতপ্রকাশের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার দাবি করেছে, হিজাবের বিতর্ক ভারতের অভ্যন্তরীণ বিষয়।

এ নিয়ে অন্য দেশের কোনও মন্তব্য করার অধিকার নেই। হিজাব সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘‘এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই এই বিষয়ে অন্য দেশের কোনও মন্তব্য স্বাগত নয়। ’’

অরিন্দম বাগচী আরও বলেন, ‘‘আমাদের একটি সংবিধান আছে, বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক নীতি আছে। এই সমস্ত ব্যবস্থা ও নীতির মাধ্যমে আমাদের এই ধরনের কোনও সমস্যার সমাধান খুঁজে বের করার ব্যবস্থা রয়েছে। এছাড়া বিযয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। ’

কর্নাটকের স্কুল ও কলেজে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার অধিকারকে ঘিরে বিতর্কের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মন্তব্য করে যুক্তরাষ্ট্র ও মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

একে খণ্ডন করতেই উপরোক্ত মন্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ওআইসি-র ক্ষেত্রে একটু কড়া ভাষায়ই প্রতিক্রিয়া দেন অরিন্দম বাগচী।

তিনি বলেন, ‘‘ওআইসি সচিবালয়ের সাম্প্রদায়িক মানসিকতা এই ঘটনার বাস্তবতাকে যথাযথ উপলব্ধি করতে পারবে না। এই ধরনের মন্তব্য ভারতের বিরুদ্ধে তাদের ঘৃণ্য অপপ্রচার। ’’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ