মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত  রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাজ্যসহ ১১ দেশ বাংলাদেশ ব্যাংকে সুকুক বিষয়ে শরিয়াহ প্রস্তাবনা প্রদান হিজাব ও দাড়ি নিয়ে বৈষম্য, জড়িতদের শাস্তি দাবি হেফাজতের প্রধান নির্বাচন কমিশনারের আচরণ প্রশ্নবিদ্ধ : পীর সাহেব চরমোনাই ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা দাড়ি রাখায় শাস্তি প্রদান ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার শামিল: জমিয়ত ফেসবুকের অন্যায্য আচরণের বিরুদ্ধে জিডি করলেন ইবনে শাইখুল হাদিস অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ

কর্নাটকে খুলেছে স্কুল-কলেজ, হিজাব-বোরকা খুলতে বাধ্য করা হচ্ছে ছাত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কর্ণাটকের একটি সরকারি কলেজের অধ্যক্ষ বুধবার আদালতের অন্তর্বর্তী আদেশ উদ্ধৃত করে হিজাব পরা শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেন। তবে ওই শিক্ষার্থীরা জোর করে ভেতরে ঢুকে প্রতিবাদ জানায়।

জানা যায়, তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা ন্যায়বিচার চাই) বলে স্লোগান দেয় এবং ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে কর্ণাটক হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকের বিষয়ে শুনানির মধ্যে এ ঘটনা ঘটল।

উত্তর কর্ণাটকের বিজয়পুরার সরকারি কলেজ এত দিন হিজাব পরার অনুমতি দিলেও আজ বুধবার হিজাব পরা শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢুকতে দেয়নি ৷ কলেজ প্রশাসন যুক্তি দেয়, তারা আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ অনুসরণ করছে মাত্র।

আপাতত শ্রেণিকক্ষে কোনো ধর্মীয় পোশাকের অনুমতি দেওয়া হবে না- এই শর্তে আদালত রাজ্যের স্কুল এবং কলেজগুলো আবার খোলার অনুমতি দিয়েছিলেন। অন্যদিকে কলেজটির শিক্ষার্থীদের বক্তব্য, কলেজ তাদের জানায়নি যে হিজাব বা বোরকা পরতে দেওয়া হবে না।

গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হিজাব বা বোরকা পরে শ্রেণিকক্ষে প্রবেশ করা কিছুসংখ্যক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক এবং স্কুলের অধ্যক্ষের তর্ক হচ্ছে। শিক্ষকরা তাদের আদালতের আদেশ মেনে চলতে বলছেন। তর্কাতর্কির পর ওই শিক্ষার্থীদের কলেজের ভেতরে একটি আলাদা জায়গায় হিজাব ও বোরকা খুলে রেখে ক্লাসরুমে প্রবেশ করতে দেওয়া হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ