মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


‘নারীরা হিজাব পরেন না বলেই ভারতে ধর্ষণ সবচেয়ে বেশি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটকে চলমান হিজাব-বিতর্কের মধ্যেই পরিস্থিতি যেন আরও উসকে দিল রাজ্যে কংগ্রেস বিধায়ক জমির আহমেদের মন্তব্য।

তিনি বলেন, ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি, কারণ বেশির ভাগ নারী হিজাব পরেন না। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে গতকাল রোববার জমির আহমেদ বলেন, ‘ইসলামে হিজাব মানে পর্দা। একটা বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব ব্যবহার করা হয়।’

কংগ্রেস নেতা জমির আহমেদ আরও বলেন, ‘ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি। এর কারণ, অনেক নারীই হিজাব পরেন না।’ কংগ্রেস বিধায়ক জমির আরও বলেন, ‘হিজাব পরা বাধ্যতামূলক নয়। যাঁরা নিজেদের রক্ষা করতে চান, তাঁরা হিজাব পরেন। যে নারী নিজের সৌন্দর্য দেখাতে চান না, তিনি হিজাব পরেন। এটা আজকের নয়, বহু পুরোনো রীতি।’

কর্ণাটকে উদুপি-তে মুসলিম ছাত্রীরা হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবেন না—এমন নোটিশ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

কর্ণাটকের স্কুল-কলেজের সে আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে। উদুপি’র সরকারি কলেজে ছয় ছাত্রী এ নিয়ে প্রথম আন্দোলন শুরু করেন।

এরপর কর্ণাটকের স্কুল-কলেজে ছড়িয়ে পড়ে এ আন্দোলন। এর বিপরীতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো শিক্ষাঙ্গনে গেরুয়া চাদর বা উত্তরীয় ব্যবহার শুরু করে। আজ সোমবার হিজাব-বিতর্কে একাধিক মামলার শুনানি রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ