বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

ইউক্রেন থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জেমস হিপ্পেই বলেছেন, ইউক্রেন থেকে যুক্তরাজ্যের সব সেনা প্রত্যাহার করা হচ্ছে। কারণ রাশিয়া ‘বিনা নোটিশে’ যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। রাশিয়ার হামলার সময় ইউক্রেনে কোনো ব্রিটিশ সেনা রাখা হবে না।

অল্প কিছু ব্রিটিশ সেনা গত এক দশক ধরে ইউক্রেনে অপারেশন অরবিটাল নামে একটি প্রশিক্ষণ মিশনে রয়েছে। এছাড়া সম্প্রতি সেখানে আরও কিছু ব্রিটিশ সেনা পাঠানো হয়েছে, যারা ইউক্রেনের সামরিক বাহিনীকে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে যুক্তরাজ্যের দেওয়া অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের প্রশিক্ষণ দিচ্ছে।

ইউক্রেনে থাকা সব ব্রিটিশ নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফেরার পরামর্শ দেওয়ায় পর এবার ব্রিটিশ সেনাদেরও দেশে ফিরে আসার এই আদেশ দেওয়া হয়েছে।

ওদিকে, লন্ডনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো ব্রিটেনকে তার দেশে সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন। কিন্তু যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপ্পেই জোর দিয়ে বলেন যে, রাশিয়ার হামলার সময় ইউক্রেনে কোনও ব্রিটিশ সেনা থাকবে না।

বিবিসি রেডিও ফোর-এর টুডে প্রোগ্রামে তিনি বলেন, ‘সবাইকে প্রত্যাহার করা হবে। ইউক্রেনে কোন ব্রিটিশ সেনা থাকবে না, যদি সেখানে সংঘর্ষ হয়। আগামী রবিবারের মধ্যেই সব ব্রিটিশ সেনাকে ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হবে’।

হিপ্পেই আরও বলেন যে, সকল ব্রিটিশ নাগরিকেরই জরুরি ভিত্তিতে ইউক্রেন ছাড়া উচিৎ। কারণ কোনো সতর্কতা ছাড়াই যুদ্ধ আসতে পারে। যুক্তরাষ্ট্রও তাদের নাগরিকদের রবিবারের মধ্যেই ইউক্রেন ছাড়তে বলেছে।

তিনি বিবিসি ব্রেকফাস্টকে বলেন, ‘আমরা এখন নিশ্চিত যে, রাশিয়ার গোলাবারুদ সিস্টেম, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধ বিমান সবই এমন জায়গায় পৌঁছে গেছে যে, রাশিয়া চাইলে এখন যে কোনো সময় ইউক্রেনের উপর হামলা চালাতে পারবে’।

তিনি আরও সতর্ক করে দেন যে, রাশিয়া হামলা চালানো শুরু করলে ইউক্রেন থেকে কাউকে বিমানযোগেও উদ্ধার করা সম্ভব হবে না। কারণ ইউক্রেনের আকাশ পথও রাশিয়ার হামলার আওতায় থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ