বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ক্ষমতায় গেলে গোবর কেনার প্রতিশ্রুতি দিলো কংগ্রেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের যে কয়েকটি রাজ্যে গরু নিয়ে জনগণ সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে, তার মধ্যে শীর্ষে উত্তরপ্রদেশ।

স্বাভাবিকভাবেই নির্বাচনী ইশতেহারে উঠে এসেছে বিষয়টি। গতকাল বুধবার কংগ্রেসের ঘোষিত ইশতেহারে তারই প্রতিফলন দেখা গেছে। দলটি ঘোষণা দিয়েছে, সরকার গঠন করতে পারলে তারা কৃষকের কাছ থেকে দুই টাকা কেজি দরে গোবর কিনে নেবে।

ভোটারের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে আজ ১০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সাত ধাপের ভোট গ্রহণ শেষ হবে ৭ মার্চ। ফল ঘোষণা করা হবে ১০ মার্চ।

নির্বাচনের আগ মুহূর্তে গতকাল ইশতেহার ঘোষণা করে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস। দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী দলীয় ইশতেহার প্রকাশ করেন।

‘উন্নতি বিধান জন ঘোষণাপত্র-২০২২’ শিরোনামের ওই ইশতেহার ঘোষণার সময় প্রিয়াঙ্কা বলেন, রাজ্যে ক্ষমতায় এলে কংগ্রেস সরকার ‘গোধন ন্যায় যোজনা’ শুরু করবে। এর মাধ্যমে তারা কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২ টাকা দরে গোবর কিনবে। একইসঙ্গে যারা বেওয়ারিশ গবাদি পশুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের দেওয়া হবে ৩ হাজার টাকা।

কংগ্রেসের ইশতেহারে আরো বলা হয়েছে, রাজ্যে ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মওকুফ করা হবে। বিদ্যুৎ বিল মওকুফ করা হবে এবং কোভিড আক্রান্ত পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

সরকার গঠন হলে ২০ লাখ সরকারি চাকরি দেওয়া হবে উল্লেখ করে কংগ্রেস নেত্রী বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার অবসান ঘটিয়ে অবৈধভাবে কারাগারে রাখা বন্দিদের মুক্তি দেওয়া হবে। এছাড়া কারিগর, তাঁতি, কৃষক এবং সাবেক সেনাদের মতো গোষ্ঠীগুলোর জন্য বিধান পরিষদে পাঁচটি অতিরিক্ত আসন যুক্ত করা হবে।

উত্তরপ্রদেশে মোট ৪০৩ আসনে সাত দফায় নির্বাচন হবে। এরমধ্যে আজ বৃহস্পতিবার ১১ টি জেলায় প্রথম দফায় ৫৮ আসনে ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে রয়েছে মীরাট, মথুরা, আলীগড়, গৌতম বুদ্ধ নগর, হাপুর, বাগপত, বুলন্দশহর, মুজাফফরনগর, শামলি, গাজিয়াবাদ এবং আগ্রার বিধানসভা আসনগুলো। প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলো হচ্ছে- বিজেপি, এসপি, কংগ্রেস ও বিএসপি। এসব আসনে বিপুল সংখ্যক মুসলিম ভোটারও রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ