বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

ভারতের উত্তর প্রদেশে রাত পোহালেই ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে রাত পেরোলেই বিধানসভা নির্বাচনের ভোট। বৃহস্পতিবার প্রথম দফায় ৫৮টি আসনে ভোট হবে।

গতকাল মঙ্গলবার প্রচারণার শেষ দিন নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে সমাজবাদী পার্টি ও বিজেপি।

এদিন সমাজবাদী পার্টির হয়ে প্রচারণা চালান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গে গুন্ডা রাজত্বের পর এবার উত্তর প্রদেশে অখিলেস যাদবকেও একই পথে নিতে চান মমতা।

পশ্চিমবঙ্গের পর এবার উত্তর প্রদেশে গিয়েও 'খেলা হবে' স্লোগান তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সমাজবাদী পার্টির হয়ে প্রচারণায় অংশ নেন তিনি। বিজেপি সরকারকে হটাতে এবং রাজ্যের উন্নতির জন্য অখিলেস যাদবের দলকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘সবাই এক হয়ে সমাজবাদী পার্টিকে ভোট দিন। অখিলেসকে বিজয়ী করুন। আমরা তার পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
মমতার প্রচারণার সমালোচনা করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে গুন্ডা রাজত্বের পর এবার উত্তর প্রদেশে অখিলেসকেও একই পথে নিতে চান মমতা–এমন অভিযোগ করেছে গেরুয়া শিবির।

এদিন নিজ দলের হয়ে প্রচারণায় অংশ নেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী। উত্তর প্রদেশে পরিবর্তন আনতে কংগ্রেসে ভোটের আহ্বান জানান তিনি।

প্রথম দফার নির্বাচনী প্রচারণার শেষ দিন নিজ নিজ দলের ইশতেহার প্রকাশ করে সমাজবাদী পার্টি ও বিজেপি। ইশতেহারে দু-দলই রাজ্যের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি তুলে ধরে।

চলতি মাসেই উত্তর প্রদেশসহ পাঁচটি রাজ্যে শুরু হচ্ছে বিধানসভার ভোট। তবে, সবার নজর উত্তর প্রদেশে। ভারতে কথিত আছে, যে দল উত্তর প্রদেশে জয়ী হয়, সেই দলই দিল্লি শাসন করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ