বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

গরুপাচার মামলায় সংশ্লিষ্টতা, ভারতীয় সাংসদকে সিবিআ‘র তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গরুপাচার মামলায় উঠে এসেছে ভারতীয় অভিনেতা-সাংসদ দেবের নাম। ঘাটাল কেন্দ্রের তৃণমূল  সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবকে নোটিস পাঠিয়েছে সিবিআই।

আগামী ১৫ ফেব্রয়ারি সাংসদ অভিনেতাকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। গরুপাচার মামলায় তাকে নোটিস পাঠানো হয়েছে। এই মামলায় তদন্তের সময়ই উঠে এসেছে তার নাম।

সিবিআই সূত্রের খবর, ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতা দফতরে ডেকে পাঠানো হয়েছে দেবকে। সাক্ষী হিসাবেই তাকে তলব করেছে সিবিআই।

সিবিআই সূত্রের খবর, গরুপাচার মামলায় তদন্তে নেমে সিবিআইয়ের সামনে আসে কিছু তথ্য যেখানে দেখা যায়,ঘাটাল হাইওয়ে বা ঘাটালের রাস্তা দিয়ে সক্রিয় ছিল এই চক্র। সেই সূত্র ধরে বেশ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করার পরই দেবের নাম পান সিবিআই অফিসাররা। তাই দেব এ বিষয়ে কী জানেন, তা জানতেই তাকে ডেকে পাঠানো হয়েছে।

সিবিআই সূত্রের খবর, গরুপাচার কাণ্ডে এর আগে উঠে এসেছে একাধিক ব্যক্তির নাম। বেশ কয়েকজন পুলিস কর্তা ও ইন্সপেক্টরকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। যে যে রুট দিয়ে এই গরুপাচার হতো সেই সমস্ত জায়গায় বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে ঘাটালের কয়েকটি সূত্র পাওয়া গেছে।

ঘাটালের সাংসদ হওয়ার কারণে উঠে এসেছে দেবের নাম। গরুপাচার মামলায় এর আগে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত এনামুল হককে। জানুয়ারির শেষে তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সতীশ নামক এক বিএসএফের এক কমান্ডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় তলব করা হয়েছে রাজ্যের এক মন্ত্রী এবং আইনজীবীকেও। তাই এই মামলায় দেবের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিবিআই অফিসাররা।

সূত্র: জি ২৪ ঘণ্টা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ