বুধবার, ০৮ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ২৯ শাওয়াল ১৪৪৫


মৃত ব্যক্তির আত্মা কি এক মাস পর্যন্ত তার পরিবারে এসে ঘুরাঘুরি করে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের কাছে রুবেল রানা নামে একজন জানতে চেয়েছেন,  দাকায়েকুল আখবার কিতাবের বিংশ অধ্যায়ে বর্ণিত আছে যে, ‘আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, কোন মুমিনের ইন্তেকালের পরে তার রুহ দীর্ঘ ১ মাস পর্যন্ত তার ঘর বাড়ীতে ঘুরিয়া ফিরিয়া প্রত্যক্ষ করে যে কিভাবে তার পরিবারের সদস্যগন তার পরিত্যক্ত সম্পত্তি ভাগবাটোয়ারা করতেছে এবং কিভাবে তার দায়-দেনা আদায় করতেছে। এই ভাবে এক মাসের পর থেকে এক বছর পর্যন্ত রুহ শরীর ও কবরস্থানে অবস্থা করতঃ কারা কারা তার কবর জেয়ারতে আসতেছে এবং কিভাবে তারা তার জন্য দোয়া করতেছে তা প্রত্যক্ষ করে।’

উপরোক্ত এই হাদিসটি সহীহ কিনা। এর উপর বিশ্বাস স্থাপন করা জায়েজ কিনা। বিস্তারিত জানালে খুব খুশি হব। আমরা এটা নিয়ে বিভ্রান্তিতে আছি।

উত্তর-

উক্ত বর্ণনাটি একটি ভিত্তিহীন বানোয়াট বর্ণনা। চল্লিশ দিন বা এক মাস পর্যন্ত স্বীয় বাড়িতে ঘুরাফেরা করে মর্মের বর্ণনাগুলো বিশুদ্ধ নয়। তাই এসবের উপরে বিশ্বাস করা যাবে না। সূত্র- আহলে হক মিডিয়া।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ