আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী এমব্রয়ডারিকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানী বিষয়ক সংস্থা ইউনেস্কো।
গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) ইউনেস্কোর আন্তঃদেশীয় কমিটির ষোড়শ অধিবেশনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ রক্ষায় প্রতিবছর বিভিন্ন দেশ, এনজিও ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শত শত প্রতিনিধিদের অংশগ্রহণে এই অধিবেশন হয়ে আসছে। এই সিদ্ধান্তের জন্য ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়াহ।
এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনিদের পরিচয়, ঐতিহ্য ও ইতিহাস রক্ষায় এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। দখলদাররা আমাদের সবকিছু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে কারণে এ সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ।
ফিলিস্তিনি এমব্রয়ডারিকে বলা হয় তাতরিজ। ফিলিস্তিনিদের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম বয়ে বেড়াচ্ছে এই শৈল্পিক ঐতিহ্য। পোশাকে উজ্জ্বল রঙের সুতায় সুঁইয়ের ফোঁড়ে নকশা তৈরি করে তাতরিজ বানানো হয়।
ফিলিস্তিনি নারীরা ছাওব নামের যে ঢোলা এক ধরনের পোশাক পরেন, যা এমব্রয়ডারি করা থাকে। গ্রামীণ অঞ্চলে এই শিল্পের উৎস হলেও শহরেও তা পরবর্তীতে ছড়িয়ে পড়েছে। তবে অঞ্চলভেদে ভিন্নতাও রয়েছে। অনেক সময় এই পোশাক পরার মাধ্যমে নারীদের অর্থনৈতিক ও বৈবাহিক মর্যাদাও নির্ধারণ করা হয়।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        