শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


সাংবাদিকদের ওপর নজিরবিহীন নিপীড়ন চালাচ্ছে চীন: আরএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনে বর্তমানে আটক আছেন কমপক্ষে ১২৭ জন সাংবাদিক। রিপোর্টারস উইদাউট বর্ডার্সের (আরএসএফ) নতুন প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে নজিরবিহীন নিপীড়ন চালাচ্ছে চীন। অন্যদিকে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধেই উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ চীনা প্রশাসনের।

চীনের বিরুদ্ধে সংখ্যালঘু অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে অনেক আগে থেকেই। এবার দেশটির বিরুদ্ধে সাংবাদিকদের বেআইনিভাবে আটকে রাখা, সংবাদ সংগ্রহ ও প্রচারে বাধা দেয়ার অভিযোগ আনা হলো।

স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) আরএসএফ প্রকাশিত এক প্রতিবেদনে চীনকে বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় কারাগার হিসেবে অভিহিত করা হয়।

এতে বলা হয়, উহানে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করায় অন্তত ১০ সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করা হয়।

চীনা কর্তৃপক্ষ সন্ত্রাসবিরোধী যুদ্ধকে কাজে লাগিয়ে উইঘুর সাংবাদিকদের গ্রেফতার করছে বলেও তুলে ধরা হয়েছে ৪২ পৃষ্ঠার এই প্রতিবেদনে।

সাংবাদিকদের আক্রমণ করতে বিদেশের কূটনৈতিক মিশন ব্যবহার, বিভিন্ন সংবাদের ওপর বিধিনিষেধ আরোপ, স্থানীয় সাংবাদিকদের জোর করে কমিউনিস্ট পার্টির আদর্শ পড়ানো, মোবাইল ফোনে প্রোপাগান্ডা অ্যাপ ডাউনলোড করানো এবং সাংবাদিকদের বহিষ্কার করা বা ভয় দেখানোর মতো বিষয়ও তথ্য ও উপাত্তসহ তুলে ধরা হয়েছে।

রিপোর্টারস উইদাউট বর্ডারস প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ২০২১ সালে চীনকে ১৮০টি দেশের মধ্যে প্রথম ৭৭ নম্বরে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ