বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ খিলক্ষেতে মসজিদের জন্য জমি বরাদ্দ দিল বাংলাদেশ রেলওয়ে ইফার ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৪ উপদেষ্টার সমন্বয়ে কমিটি: ফাওজুল কবির খান সমমনা ইসলামি দলগুলোর বৈঠক, ঐক্য সম্প্রসারণের চিন্তা যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল-জলকামানে ছত্রভঙ্গ নওগাঁয় অটোরিকশা চালক হত্যায় পাঁচজনের যাবজ্জীবন তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি আফতাবনগর মাদরাসায় সিরাতুন্নবী সা. মাহফিল কাল

শনিবার যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান।।

মজলিসে দাওয়াতুল হকের ২৭ তম মারকাজি ইজতেমা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসায় দিনব্যাপী এ ইজতেমা চলবে। এতে আখেরী বয়ান ও মুনাজাত পরিচালনা করবেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসান।

মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইজতেমা উপলক্ষে যাত্রাবাড়ী মাদরাসায় ছাত্র-শিক্ষকদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

জানা যায়, ঢাকা বিভাগের মেহমানরা দফতরের সামনে ও মসজিদের ২য় তলায় অবস্থান করবেন। খুলনা বিভাগের মেহমানরা নয়তলা ভবনের ৪র্থ তলায় অবস্থান করবেন। রংপুর বিভাগের মেহমানরা মসজিদের ৫ম তলায় অবস্থান করবেন। বরিশাল বিভাগের মেহমানরা পূর্ব পাশের পুরাতন ভবনের ৪র্থ তলায় অবস্থান করবেন। চট্টগ্রাম বিভাগের মেহমানরা পূর্ব পাশের পুরাতন ভবনের ৩য় তলায় অবস্থান করবেন। রাজশাহী বিভাগের মেহমানরা নয়তলা ভবনের ১ম ও ২য় তলায় অবস্থান করবেন। সিলেট বিভাগের মেহমানরা নয়তলা ভবনের ৬ষ্ট তলায় অবস্থান করবেন। মোমেনশাহী বিভাগের মেহমানরা নয়তলা ভবনের ৬ষ্ট ও ৭ম তলায় অবস্থান করবেন। পাশ্ববর্তী উলামায়ে কেরাম নয়তলা ভবনের ৩য় তলায় অবস্থান করবেন।

ইজতেমায় উপস্থিত থাকবেন হারদুয়ী হযরতের খোলাফাগণ, তাদের মধ্যে অন্যতম মুফতি মনসুরুল হক, মুফতি হিফজুর রহমান, প্রফেসর হামিদুর রহমান, মুফতি মিযানুর রহমান সাঈদ, অধক্ষ্য মিজানুর রহমান চৌধুরী, প্রফেসর গিয়াসউদ্দীন। ঢালকানগরের দুই পীরসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ