বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বস উঠেছে। চাল, ডাল, তেল, শাক-সব্জীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সীমিত আয়ের মানুষ দিশেহারা হয়ে পরেছেন। বিগত দেড় বছর যাবৎ করোনার প্রাদুর্ভাবে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পরেছে।

কাজ-চাকুরী, আয়-রোজগারের অভাবে পরিবার পরিজন নিয়ে মানুষ যখন দিশেহারা তখন নিত্যপয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা এর সমান।

এ অবস্থায় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিত্যপয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষতার মধ্যে নিয়ে আসতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রী নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অধ্যাপক মাওলানা আজীজুল হক, হাজী নূর হোসেন, মাওলানা আফতাব উদ্দিন, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, তাওহিদুল ইসলাম তুহিন, মাওলানা সাইফউদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ