বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

আজাদ কাশ্মীরে গিরিখাতের ৫০০ মিটার গভীরে বাস, নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ-কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ৫০০ মিটার গিরিখাতে ছিটকে পড়ে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও আট জন।

আজ বুধবার রাওয়ালপিন্ডিগামী ওই বাসটি কাশ্মীরের সুধনতি জেলায় গিরিখাতে পড়ে যাওয়ায় হতাহতের এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, বেলুচের তেহসিলে কোম্পানির সদর দপ্তর থেকে ৪০ আসনের বাসটি যাত্রা শুরু করেছিল। সাত কিলোমিটার পেরিয়ে যাওয়ার পর বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলছেন, বাসটি প্রথমে সড়কের বামপাশের এক পাহাড়ে ধাক্কা খায় এবং তারপর আচমকা সেটি ডানদিকে মোড় নিয়ে সড়ক থেকে ৫০০ মিটার নিচের গিরিখাতের গভীরে আছড়ে পড়ে।

দুর্ঘটনাস্থলের পাশে তাবু টানিয়ে পাকোরা বিক্রি করেন এক ব্যক্তি। তিনি বলেছেন, গিরিখাতে পড়ার পরপরই বাসটি ডুবে যায়। বেলুচ থেকে প্রায় দুই কিলোমিটার দূরের মাঝিয়ারি গ্রামের এক ইমামকে টেলিফোনে এই দুর্ঘটনার বিষয়টি জানান তিনি। পরে ওই ব্যক্তি মসজিদের মাইকে বাস দুর্ঘটনার ঘোষণা দিয়ে গ্রামবাসীকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তার আহ্বান জানান।

পুঞ্চ পুলিশের উপ-মহাপরিদর্শক রশিদ নাঈম খান ডনকে বলেছেন, দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। আহত অন্তত পাঁচ জনকে উদ্ধারের পর কোতলি জেলায় এবং অন্য তিনজনকে বেলুচে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজাদ জম্মু-কাশ্মীরের সাবেক মন্ত্রী সরদার ফারুক আহমেদ তাহির দুর্ঘটনাস্থলে গ্রামবাসীদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নিয়েছেন। তিনি বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বেলুচের রুরাল হেলথ সেন্টারে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সূত্র: দ্য ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ