মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় : মাওলানা ইমতিয়াজ আলম বিএনপির সঙ্গে জোট করার বিষয়ে যা বললেন রাশেদ খাঁন মহাসড়কে পড়ে ছিল নৌবাহিনী সদস্যের মরদেহ জামিন পাননি বাউল শিল্পী আবুল সরকার, শাস্তির দাবিতে বিক্ষোভ ‘দীনি শিক্ষাব্যবস্থায় গুণগত মানের ঘাটতি উদ্বেগজনকভাবে বেড়েছে’ আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই : মাসুদ সাঈদী এবার লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত আয়োজনের ঘোষণা হুমায়ুনের হিলি স্থলবন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে আইনি নোটিশ

১ নভেম্বর থেকে যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-বার্তা চালাচালির জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। গ্রাহকদের সুবিধা দিতে নতুন-নতুন ফিচার নিয়ে আসে ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপটি। তবে মাঝে মাঝে বেশ কিছু মোবাইল ফোনে বন্ধ করে দেওয়া হয় মেসেজিং অ্যাপটির ব্যবহার।

ফের এমন সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। আর মাত্র ৯দিন পর থেকে বেশ কিছু স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপটির ঘোষণা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে অ্যাপেল, স্যামসাং, এলজি ও হুয়াইও-এর বেশ কয়েকটি ভার্সনে আর চলবে না হোয়াটসঅ্যাপ।

ঘোষণা অনুযায়ী, অ্যান্ড্রয়েড ওএস ৪.১ এবং তার ওপরের ক্ষেত্রে আইওএস ১০ এবং তার ওপরের ক্ষেত্রেই এই মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে।

এক নজরে দেখে নিন, তালিকায় থাকা স্মার্টফোনগুলোতে আগামী ১ নভেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

অ্যাপেল:

আইফোন ৬ এস, আইফোন ৬ এস প্লাস এবং অ্যাপল আইফোন এসই।

স্যামসাং:

স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড লাইট, গ্যালাক্সি এসআইআই, গ্যালাক্সি ট্রেন্ড II, গ্যালাক্সি এস ৩ মিনি, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এক্সকভার ২ এবং গ্যালাক্সি এস ২।

এলজি:

এলজি লুসিড ২, অপ্টিমাস এল ৫ ডুয়াল, অপ্টিমাস এল৪ II, অপ্টিমাস এফ৩ কিউ, অপ্টিমাস এফ ৭, অপ্টিমাস এফ ৫, অপ্টিমাস এল ৩ ডুয়াল, অপ্টিমাস এফ ৫ ডুয়াল, অপ্টিমাস এল ৫, অপ্টিমাস এল ৩ ডুয়াল, অপ্টিমাস এল ৭, অপ্টিমাস এল ৭ ডুয়াল এবং অপ্টিমাস এফ ৬।

হুয়াওই:

অ্যাসেন্ড জি৭৪০, অ্যাসেন্ড ডি কোয়াড এক্সএল, অ্যাসেন্ড মেট, অ্যাসেন্ড পি ১ এস, অ্যাসেন্ড ডি ২ এবং অ্যাসেন্ড ডি ১ কোয়াড এক্সএল।

এদিকে জানা গেছে, আরও পাঁচটি নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। চলছে সেইসব নতুন ফিচারের কাজ। সম্পূর্ণ তৈরি হয়ে গেলেই জনসাধারণ এই সমস্ত নতুন ফিচারের সুবিধা পাবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ