শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ডিসেম্বরে শুরু হচ্ছে ৩ চিল্লার সাথীদের জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আগামী ডিসেম্বরে আলমী শূরার ৩ চিল্লার সাথীদের ‘জোড় ইজতেমা’ অনুষ্ঠিত হবে। সারাদেশে ৮ ভাগে এবারের জোড় অনুষ্ঠিত হবে।

এ বছর জোড়ের জন্য মুরুব্বিদের পরামর্শে দেশের ৮ বিভাগকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নির্ধারিত তারিখ অনুযায়ী প্রথমে চার বিভাগে ডিসেম্বরের ২,৩ ও ৪ তারিখে জোড় অনুষ্ঠিত হবে। এরপর ঢাকাসহ বাকি চার বিভাগে ১১,১২ ও ১৩ ডিসেম্বর জোড় অনুষ্ঠিত হবে।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী ময়দান সংশ্লিষ্ট সূত্র।

সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে মুরুব্বিদের পরামর্শে কাকরাইল মসজিদে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, বিশ্ব ইজতেমার চল্লিশ দিন আগে সাধারণত এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রতি বছর টঙ্গী ইজতেমা ময়দানে জোড় অনুষ্ঠিত হলেও ২০১৯ সালে অঞ্চলভিত্তিক পৃথক পৃথকভাবে আলমী শূরার সাথীদের জোড় অনুষ্ঠিত হয়।

সূত্রমতে জানা গেছে, গত বছর করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধির কথা খেয়াল রেখে দেশের ১৬টি পয়েন্ট ভাগ করে জোড় অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশে ইজতেমার ইতিহাসের শুরু থেকে এ জোড় হয়ে আসছে। আগে ১০দিনের হতো। পরবর্তী সময়ে ৫ দিনের করা হয়েছে। তবে ২০১৯ সালে অঞ্চলভিত্তিক পৃথক পৃথকভাবে আলমী শূরার সাথীদের জোড় অনুষ্ঠিত হয়।

এ বছরের জোড়ে মুরব্বিদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধির প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

আরো পড়ুন: চিকিৎসার জন্য ভারতে গেলেন মুফতি মিযানুর রহমান সাঈদ

এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ