রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ ।। ১১ মাঘ ১৪৩২ ।। ৬ শাবান ১৪৪৭

শিরোনাম :
আমরা একা নই, জনতা ও উলামা আমাদের সঙ্গে: পীর সাহেব চরমোনাই ভোলায় জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী দিল্লিতে প্রকাশ্যে হাসিনার বক্তব্য, ক্ষুব্ধ প্রতিক্রিয়া সরকারের নারায়ণগঞ্জ-৫ আসনে দেওয়াল ঘড়ির প্রার্থী সিরাজুল মামুনের গণসংযোগ নির্বাচনে কোনো রক্তচক্ষুকে বরদাশত করা হবে না: বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহে জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা ৮ ফেব্রুয়ারি খুলনায় পীর সাহেব চরমোনাই-এর  সমাবেশ ফ্যামিলি কার্ডের নামে বিএনপি প্রতারণা করছে: গোলাম পরওয়ার বিএনপি দুর্নীতির টুটি চেপে ধরবে : তারেক রহমান প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

কুমিল্লার ঘটনা দেশের ধর্মীয় সম্প্রীতির উপর পরিকল্পিত আঘাত: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: কুমিল্লায় পূজামন্ডপে পবিত্র কুরআন অবমাননার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে। সেখানে কুমিল্লার পুজামন্ডপে পবিত্র কুরআনের অবমাননাকে বিচ্ছিন্ন কোন ঘটনা বলে উড়িয়ে দেওয়ার কোন সুযোগ নেই।

আমরা মনে করি, এটা মুসলমানদের উপর এবং বাংলাদেশে আবহমানকাল থেকে চলে আসা ধর্মীয় সম্প্রীতির উপর পরিকল্পিত আঘাত। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে পুরাে ঘটনাটি গভীর এক ষড়যন্ত্র। তাই অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতারপূর্বক যথােপযুক্ত শান্তি নিশ্চিত করতে হবে।

আজ এক যৌথ বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা জহীর হক ভুইয়াঁ, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বিবৃতিতে আরাে বলেন- চরম ধৃষ্টতাপূর্ণ এই ঘটনাকে কেন্দ্র করে দেশের কোথাও কোন পূজামণ্ডপে ভাংচুর করা এবং সহিংসতা কাম্য নয়। প্রতিবাদকারী মুসলিম জনতার প্রতিবাদ হওয়া চাই সম্পূর্ণরূপে অহিংস ও শান্তিপূর্ণ। আইন নিজের হাতে তুলে নিয়ে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করা এবং কোন প্রকার ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া থেকেও সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ