বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন : আইন উপদেষ্টা ‘শাপলা কলি’ যুক্ত হলো ইসির প্রতীক তালিকায়

রাসূল সা. এর জিয়ারাত লাভের জন্য যে আমল করতে বলে দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ।।

‘মনে বড়ো আশা ছিলো যাব মদীনায়/সালাম আমি করবো গিয়ে নবীজীর রওজায়।
আরব সাগর পাড়ি দিবো, নাইকো আমার তরি/পাখি নই যে উঁড়ে যাব ডানাতে ভর করি।
আমার আশায় আছে সম্বলও নাই, করি কী উপায়/মনে বড়ো আশা ছিলো যাব মদীনায়।

কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি/আমায় যাও না ওভাই সঙ্গে নিয়ে, খানিক কৃপা করি।
সঙ্গে যদি না লও মোরে, গিয়ে মদীনায়/এই গরিবের সালাম দিও, মদীনার বাদশায়।’

কত মানুষের মনে আশা থাকে প্রিয় নবীর সা. রওজায় গিয়ে সালাম দিবেন! নবীর সা. জিয়ারাত লাভে ধন্য হবেন। কিন্তু সে সুযোগ আর হয়ে উঠে না। এমন মানুষের সংখ্যা অনেকই। যারা সব সময় মনে মনে ইচ্ছা রাখেন নবীর সা. রওজা জিয়ারাত করবেন। কিন্তু কোনো উপায় খোঁজে পান না। তাদের জন্য কী উপায়? তারা প্রিয় নবী সা. এর কবর জিয়ারাত করার জন্য কি আমল করবেন? অথবা এমন কোনো আমল আছে কী? যা করলে রাসূলের সা. জিয়ারাত লাভ হতে পারে?

দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে এমনই একটি প্রশ্ন করেন জনৈক ব্যক্তি। তিনি তার প্রশ্নে উল্লেখ করে বলেন, ‘এমন কোনো আমল বলে দিন, যাতে প্রিয় ন বী সা. এর জিয়ারাত মোবারক নসীব হয়।’

এমন প্রশ্নের জবাবে দেওবন্দ থেকে বলা হয়, ‘সব আমলের মাঝে ইত্তেবায়ে রাসূল সা. বা রাসূল সা. এর সুন্নাতের অনুসরণ করার প্রতি খুব মনোযোগী হবে। বেশি বেশি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়বে। ইনশাআল্লাহ! হয়তো কোনো একদিন প্রিয় নবীর সা. জিয়ারাত নসীব হয়ে যাবে। তবে এ আমলের মাধ্যমে নাজাত লাভ হবে না।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ