রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

এবার প্রাদেশিক পুরো একটি শহর নিয়ন্ত্রণে নিলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমবারের মতো কোনো প্রাদেশিক শহরের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ-এর বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন তারা।

এদিকে তালেবানের সঙ্গে একটি নিরাপত্তা পরিকল্পনা আফগান পার্লামেন্টে তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এতে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রও। তবে নিরাপত্তা পরিকল্পনাটিকে অর্থহীন বলছে তালেবান।

গতকাল সোমবার পার্লামেন্টে একটি নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি দাবি করেন, ছয় মাসের মধ্যেই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। তার এ পরিকল্পনায় পূর্ণ সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র।

আশরাফ ঘানি বলেন, যুক্তরাষ্ট্র হঠাৎ করে সেনা প্রত্যাহার করায় আমরা বর্তমান সমস্যার সম্মুখীন হয়েছি। আমি মার্কিন প্রেসিডেন্টকে বলেছি তার সিদ্ধান্তকে আমি সম্মান করি। কারণ এটা তার নিজের সিদ্ধান্ত। কিন্তু আমি জানতাম, আফগান জনগণের ওপর এ সিদ্ধান্তের প্রভাব পড়বে।

এদিকে পরিকল্পনার বিস্তারিত জানা না গেলেও নিরাপত্তা পরিকল্পনাটিকে তালেবান ‘পুরোপুরি অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

এক বিবৃতিতে তালেবান জানায়, এই পরিকল্পনার মধ্য দিয়ে ঘানি নিজের শোচনীয় অবস্থা ও ভুলত্রুটি ঢাকার চেষ্টা চালাচ্ছেন। জাতীয় বিশ্বাসঘাতকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। যুদ্ধ ঘোষণা, অভিযোগ উত্থাপন ও মিথ্যা তথ্য প্রদান-এর কোনো কিছুই ঘানির ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবে না বলেও মন্তব্য করেছে তালেবান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ