রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

এবারের হজে স্মার্ট কার্ডের সাহায্যে সুযোগ-সুবিধা পাবেন হজযাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাকালে সীমিত সংখ্যক হজযাত্রীদের নিয়ে হজের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এবারের হজে অত্যাধুনিক স্মার্ট কার্ডের সাহায্যে সুযোগ-সুবিধা পাবেন হজযাত্রীরা। মক্কার গভর্নর ও সেন্ট্রাল হজ কমিটির প্রধান প্রিন্স খালেদ আল ফয়সালের উপস্থিতিতে প্রথম স্মার্ট কার্ড চালু হয়। প্রথম বারের মতো এবার অত্যাধুনিক প্রযুক্তিতে হজযাত্রীদের সেবা দিতে স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হয়।

হজের স্মার্ট কার্ডের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কার্ডধারীর সব তথ্য জানা যাবে। হজের অনুমোদন, হজের স্থানগুলোতে হাজিদের লাগেজ স্থানান্তর, কাবার তাওয়াফ, আরাফা, মিনা ও মুজদালিফায় যাতায়াতের পথ নির্ণয় করা যাবে।

এছাড়াও হজযাত্রীরা স্মার্ট কার্ডে সংযুক্ত লিংকের সাহায্যে সব ধরনের সুবিধা গ্রহণ করতে পারবেন। হাজিরেদ ক্যাম্পে ও হোটেলে প্রবেশ ও গতিবিধি নিয়ন্ত্রণ এবং পরিবহন ব্যবহারের সুবিধাও গ্রহণ করা যাবে।

প্রিন্স খালেদ আল শুমাইসি সিকিউরিটি কন্ট্রোল সেন্টার উদ্বোধন করেন। স্মার্ট কার্ডের মাধ্যমে ১.৬ মিলিয়ন বর্গমিটার নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও মক্কায় আগতদের অপেক্ষার সময় ৪৫ থেকে ৭ মিনিট পর্যন্ত কমাবে।

হজযাত্রীদের জন্য এবার তিন হাজার বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বাসে ২০জন করে চলাচল করবেন। লাল, সবুজ, হলুদ ও নীল চার রঙের ট্র্যাকে বাসগুলো চলবে। এসব ট্র্যাকে করে হাজিদের আবাসনে আনা-নেওয়া করা হবে। হাজিযাত্রীদের সংগঠিত ও পরিচালনা করতে স্মার্ট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে নানা ধরনের সুযোগ-সুবিধা।

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে এবার সৌদিতে অবস্থানরত ৬০ হাজার লোক হজ পালন করবেন। স্মার্ট কার্ডের মাধ্যমে সব হাজি গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। আগামী ৮ জিলহজ (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে হজ শুরু হবে। এরপর দিন ৯ জিলহজ হাজিরা আরাফা প্রাঙ্গণে অবস্থান করবেন। সূত্র : আরব নিউজ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ