রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

চীনের সঙ্গে সম্পর্ক গড়ছে তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবান চীনকে আফগানিস্তানের বন্ধু হিসেবে উল্লেখ করে প্রতিশ্রুতি দিয়েছে, তারা জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম জনগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে না। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে একথা জানা গেছে।

৯ জুলাই শুক্রবার প্রতিবেদনটি প্রকাশিত হয়।

আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান নতুন নতুন ভূখণ্ড নিয়ন্ত্রণ করার পর এই মন্তব্য জানা গেলো। দেশটি থেকে ২১০ জন চীনা নাগরিককে ইতোমধ্যে ভাড়া বিমানে ফিরিয়ে নিয়েছে বেইজিং।

তালেবান মুখপাত্র সোহেল শাহীন জানান, আফগানিস্তানের পুনর্গঠন কাজে বিনিয়োগ নিয়ে শিগগিরই বেইজিংয়ের সঙ্গে আলোচনা প্রত্যাশা করছেন তারা।

তিনি বলেন, আমরা অনেকবার চীনে গিয়েছি এবং তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। চীন একটি বন্ধুত্বপূর্ণ দেশ এবং আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে আমরা তাদের স্বাগত জানাই। যদি চীনা বিনিয়োগ আসে আমরা অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করব। তাদের নিরাপত্তা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া নিশ্চিত না করে সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের স্পষ্ট সমালোচনা করেছে চীন। গত সপ্তাহে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে নিরাপত্তা ঝুঁকি নিরসনে সহযোগিতায় এগিয়ে আসার জন্য ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানকে আহ্বান জানিয়েছে বেইজিং।

মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন ও পাকিস্তানকে একসঙ্গে আঞ্চলিক শান্তি সুরক্ষায় কাজ করতে হবে। আফগানিস্তানের সংকট চীন ও পাকিস্তানের জন্য বাস্তবিক চ্যালেঞ্জ।

আফগানিস্তানে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে চীনের। এখানে কপার, কয়লা, লোহা, গ্যাস, কোবাল্ট, মার্কারি, স্বর্ণ, লিথিয়াম ও থোরিয়ামের বড় মজুদ রয়েছে। এগুলোর মূল্য এক ট্রিলিয়ন ডলারের বেশি হতে পারে। সূত্র: আউটলুক ইন্ডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ