রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে জমিয়তের মতবিনিময় সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান

জর্ডানের বাদশাহ ও ইসরায়েলের প্রেসিডেন্টের মধ্যে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ শনিবার ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছ থেকে এক টেলিফোন পাওয়ার পর তারা মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রা’র বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানায়।

ইসরায়েল জর্ডানে পানি বিক্রি করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর দু'দিন পর এবং যখন ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কাছে জর্ডানের রফতানি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে ঠিক তখন এই ফোন আলাপ হলো।

আব্দুল্লাহ ‘ইসরাইল ও ফিলিস্তিনীদের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ন্যায়বিচার ও ব্যাপক শান্তির লক্ষ্যে কাজ করার ওপর জোর দেন।’

জর্ডানের রাজা প্রেসিডেন্ট হার্জোগকে বলেন, এই অঞ্চলে প্রায় ১ কোটি জনসংখ্যার প্রায় অর্ধেক ফিলিস্তিনি বংশোদ্ভূত। সুতরাং সেখানে দীর্ঘস্থায়ী শান্তির পথ হলো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন।

এদিকে বুধবার ইসরাইলের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণকারী হার্জোগ ‘দেশসমূহের মধ্যে কৌশলগত সম্পর্কের গুরুত্বকে’ জোর দিবেন উল্লেখ করে টুইট করেছেন।

হারজোগের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে, তারা দু'দেশের মধ্যে অর্থনৈতিক ও পর্যটন সম্পর্ক জোরদার করতে চান। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আবদুল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বে থাকাকালীন জর্ডান ও ইসরাইলের মধ্যে ১৯৯৪ সালের শান্তিচুক্তি সম্পর্কিত উত্তেজনা বৃদ্ধি পায়। গত মাসে নাফতালি বেনেট নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হলে তার জোট বৈদেশিক নীতিতে আম্মানের সাথে উষ্ণ সম্পর্ক স্থাপনকে অগ্রাধিকার দেয়।

দুই দেশ শনিবার ইসরাইল ৫০ মিলিয়ন ঘনমিটার পানি বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছে। জর্ডান বিশ্বের অন্যতম পানিঘাটতির দেশ। দেশটি এখন ইতিহাসের সবচেয়ে মারাত্মক খরা সহ্য করছে।

সূত্র: বাসস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ