শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

যিলহজ্বের প্রথম ১০ দিনে চুল, নখ ও যাবতীয় পশম না কেটে যে আমল করা যায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নাজমুল হাসান।। আজ ২৮ জ্বিলকদ ১৪৪২ হিজরি। আগামীকাল ৩০ তারিখ। এরপর দিন থেকেই যিলহজ্বের প্রথম ১০ দিন শুরু। চুল, নখ ও যাবতীয় পশম না কাটার আমলের প্রস্তুতির জন্য মাথার চুল, নখ ও যাবতীয় অবাঞ্চিত পশম কেটে ফেলুন৷

যিলহজ্বের চাঁদ দেখার পর থেকে কুরবানীর আগ পর্যন্ত নিজের চুল, নখ, মোচ, শরীরের পশম ইত্যাদি না কাটা মুস্তাহাব। হযরত উম্মে সালামা রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي- فليمسك عن شعره وأظفاره-
অর্থঃ যিলহজ্ব মাসের চাঁদ দেখতে পাওয়ার পর তোমাদের কেউ যদি কুরবানী করার ইচ্ছা করে, তাহলে সে যেনো স্বীয় চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। (মুসলিম: হাদিস নং ১৯৭৭)

যে ব্যক্তি কুরবানী করতে সক্ষম নয়, সেও এই আমল পালন করবে। অর্থাৎ নিজের চুল, নখ, মোচ ইত্যাদি কাটবে না; বরং তা কুরবানীর দিন কাটবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
أمرت بيوم الأضحي- جعله الله عيدا لهذه الأمة- قال الرجل: أرأيت إن لم أجد إلا منيحة أنثي أفأضحي بها؟ قال: لا ولكن تأخذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عانتك فتلك تمام أضحيتك عند الله

অর্থঃ আমি কুরবানীর দিন সম্পর্কে আদিষ্ট হয়েছি (অর্থাৎ এই দিবসে কুরবানী করার আদেশ করা হয়েছে।) আল্লাহ তা’আলা তা এই উম্মতের জন্য ঈদ হিসেবে নির্ধারণ করেছেন।

এক ব্যক্তি আরয করলো- ইয়া রাসূলাল্লাহ্! যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে (অর্থাৎ যা শুধু দুধ পান করার জন্য দেওয়া হয়েছে?) নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- না, বরং সেদিন তুমি তোমার চুল কাটবে, নখ কাটবে, মোচ এবং নাভীর নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহ তা’আলার কাছে তোমার পূর্ণ কুরবানী বলে গন্য হবে। (মুসনাদে আহমাদ: হাদিস নং ৬৫৭৫)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ