মোস্তফা ওয়াদুদ: বিশ্বজুড়ে করোনা মহামারী চলছে। এতে পৃথিবী হয়ে পড়েছে সঙ্কীর্ণ। একজনের সাথে অপরজনের স্বাভাবিক চলাফেরায় নিষেধাজ্ঞা জারী হয়েছে। চলমান করোনা মহামারীর কারণে এখন অনেক কিছুই অনলাইনে করতে হচ্ছে। ব্যবসা- বাণিজ্য, মিটিং, টকশো, সভাসহ অনেক কিছুই ভার্চুয়ালভাবে সম্পাদন হচ্ছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ আছে সরাসরি শিক্ষা গ্রহণ বা প্রদান পদ্ধতি। তাই বিকল্প হিসেবে শুরু হয়েছে অনলাইন ক্লাস। আমাদের বাংলাদেশও এখন অনলাইন শিক্ষাব্যবস্থা চালু করেছে সরকার।
প্রশ্ন হলো, এমন সরাসরি শিক্ষা গ্রহণে অপারগ হলে অনলাইন ক্লাসে শিক্ষা গ্রহণ করা যাবে কি? দারুল দেওবন্দের ফতোয়া বিভাগে এমনই একটি প্রশ্ন করেছেন জনৈক ব্যক্তি। তিনি তার প্রশ্নে উল্লেখ করেন, অনলাইনে শিক্ষা গ্রহণ বা তালীম হাসিলের জন্য ক্লাস করা যাবে কি না?
এ প্রশ্নের জবাবে দারুল উলুম দেওবন্দ থেকে বলা হয়, জ্ঞান অর্জন বা প্রদান করার সঠিক পন্থা এটাই যে, শিক্ষকের কাছে গিয়ে সরাসরি তার থেকে জ্ঞান অর্জন করবে।
অবশ্য যদি অনলাইনে শিক্ষাদানকারী বা শিক্ষাপ্রদানকারী উভয়ে ভিডিওতে না এসে শুধু শিক্ষকের অডিও আওয়াজের মাধ্যমে হয়, তাহলে প্রয়োজন পড়লে এমন অনলাইনে শিক্ষা নেওয়া যেতে পারে।
কিন্তু শিক্ষা প্রদানকারী যদি শিক্ষিকা বা নারী হোন তাহলে অবশ্যই পুরুষের জন্য এরকম জায়গায় জ্ঞান অর্জন করা থেকে বিরত থাকা চাই। কেননা এর মাঝে ফেতনার আশঙ্কা রয়েছে।
ফতোয়ার দলীল: আদ্দুররুল মুখতার ও হাশিয়া ইবনে আবেদীন (রদ্দুল মুহতার), খন্ড নং-১, পৃষ্ঠা নং- ৪০৬।
এমডব্লিউ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        