রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

চীনের পরমাণু অস্ত্রের বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দ্রুতগতিতে চীনের পরমাণু শক্তি বৃদ্ধিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। অস্থিতিশীল অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি কমাতে বাস্তবিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (১ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, পরমাণু অস্ত্র বৃদ্ধির ঘটনা গোপন করা চীনের জন্য কঠিন। এর মধ্য দিয়ে কয়েক দশকের পরমাণু কৌশল থেকে সরে এসেছে বেইজিং।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, চীনের পশ্চিমাঞ্চলীয় মরু অঞ্চলে নতুন করে শতাধিক আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সিলো নির্মাণ করা হচ্ছে।

নেড প্রাইস বলেন, এই প্রতিবেদন ও অন্যান্য পরিস্থিতি বলে দিচ্ছে যে, চীনের পরমাণু অস্ত্রাগার দ্রুতই সম্প্রসারিত হচ্ছে। আগে যা কল্পনা করা হয়েছিল, তার চেয়েও বেশি পরমাণু অস্ত্র বাড়াচ্ছে তারা। এভাবে অস্ত্র বৃদ্ধি উদ্বেগের। এতে বেইজিংয়ের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

কাজেই পরমাণু ঝুঁকি কমাতে বাস্তবিক পদক্ষেপ নেয়ার প্রতি জোর দিতেই যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে বলে জানান এই মুখপাত্র। চীনা কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুদ্ধংদেহী মন্তব্য নিয়েও নেড প্রাইসকে প্রশ্ন করেন সাংবাদিকেরা।

জবাবে তিনি বলেন, তার এই বক্তব্যকে নোট হিসেবে টুকে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এ নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো মন্তব্য করা হবে না।

শি জিনপিং বলেছেন, কোনো বিদেশি শক্তি আমাদের হয়রানি, নিপীড়ন কিংবা দাসত্বে পরিণত করতে পারবে না। চীনা জনগণ তাদের সেই সুযোগ দেবে না। যদি কোনো বিদেশি শক্তি চীনকে বিরক্ত করতে আসে, তবে তাদের মাথা ভেঙে দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ