সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

মাওলানা মাসউদুল কাদিরের বাবার ইন্তেকালে মাওলানা মুহাম্মদ আবূ মূসার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: আলেম সাংবাদিক মাওলানা মাসউদুল কাদিরের বাবা আলহাজ্ব শেখ আমির হোসাইন এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মাওলানা মাসউদুল কাদিরের উস্তাদ মাওলানা মুহাম্মদ আবূ মূসা। আজ মঙ্গলবার গণমাধ্যমে এ শোক বার্তা প্রেরণ করেন তিনি।

শোক বার্তায় মাওলানা মুহাম্মদ আবূ মূসা বলেন, ‘আমার ছাত্র মাওলানা মাসউদুল কাদিরের বাবা খুব ভালো মানুষ ছিলেন। তিনি নিজের সন্তানদের আদর্শ মানুষরুপে গড়ে তুলেছেন। আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

এর আগে আজ মঙ্গলবার বিকাল ৪ টা ১৫ মিনিটে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন মাওলানা মাসউদুল কাদিরের বাবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার ছেলে মাও না মাসউদুল কাদির আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার বাবার হার্নিয়া অপারেশন করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। অপারেশন সাকসেসফুলও হয়। বাবা মোটামুটি সুস্থ হয়ে উঠেছিলেন। এরপর ডাক্তারের বক্তব্য মোতাবেক তিনি স্ট্রোক করেছেন।’

আলহাজ্ব শেখ আমির হোসাইন হবিগঞ্জের নিজ গ্রামের মসজিদে দীর্ঘদিন সভাপতি ছিলেন। মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে ৮ ছেলে ১ মেয়ে রেখে যান তিনি। সন্তানরা সবাই অনার্স কমপ্লিট করেছেন। ছেলেদের মাঝে তিনজন আলেম। আলহাজ্ব শেখ আমির হোসাইন ব্যক্তিজীবনে ব্যবসায়ী ছিলেন।

মাওলানা মাসউদুল কাদিরের বাবার ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক

এদিকে দীর্ঘদিনের সহপাঠী ও বন্ধু মাওলানা মাসউদুল কাদিরের বাবার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

এক শোক বার্তায় তিনি বলেন, ‘মাওলানা মাসউদুল কাদিরের বাবা হারানোর কষ্ট আমাকেও ব্যথিত করেছে। তার বাবা হারানোর কষ্ট আমিও অনুভব করছি। তিনি তার ভক্তবৃন্দ সবার কাছে মাওলানা মাসউদুল কাদিরের বাবার জন্য মাগফেরাতের দোয়া কামনা করেছেন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ