সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

স্বাস্থ্যখাতে অনিয়ন্ত্রিত ও লাগামহীন দুর্নীতির কারনেই জনগণ শাটডাউনের মুখোমুখি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, সরকার পর্যাপ্ত সময় পাওয়ার পরেও কাঙ্খিত উদ্যোগ ও ব্যবস্থাপনা নিশ্চিত না করতে পারার খেসারত সরুপ আজ দেশের মানুষ শাটডাউনের মুখোমুখি।

এদেশের এক তৃতীয়াংশেরও বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। গত দেড় বছরে প্রায় কোটির উপরে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। লকডাউন কিংবা শাটডাউন দেওয়ার আগে জনগনের ক্ষুধা ও দারিদ্রতা রোধকল্পে কাজ করা জরুরী।

আজ (২৬ জুন) শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন; করোনার শুরু থেকে প্রায় দেড় বছর সময় পেয়েও স্বাস্থ্যখাতকে উন্নত করা সম্ভব হয়নি। বরং স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজ ব্যক্তিদের কাছে প্রতিটি দিন যেন ঈদ আনন্দের চেয়েও উপভোগ্য হয়ে উঠেছে। এই মন্ত্রণালয়কে দুর্নীতির কবল থেকে উদ্ধার না করা, টিকা ক্রয়ের ক্ষেত্রে সরকারের ভারতের উপর একক নির্ভরশীলতা ও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদির সরবরাহ নিশ্চিত না করার কারনে আজ আমরা সাধারন জনগণ করোনার ভয়াবহ আগ্রাসনের সম্মুখে দাড়িয়ে।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন; সাধারন জনগণের প্রতি দায় অনুভব করে লকডাউন বা শাটডাউনের বিষয়টি পুনর্বিবেচনা করুন। জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে দুর্নীতিবাজ আমলা, মন্ত্রী, এমপি, রাজনৈতিক/অরাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি সহ সকল প্রভাবশালীকে রুখে দিন।

ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন; করোনা মহামারীতে ঢাকা মহানগরীর জনগণ আজ অর্থনৈকিত দৈন্যতা ও অস্তিত্ব সঙ্কটে। সে সময় বারবার গ্যাস, পানি, বিদ্যুতের দাম বাড়িয়ে নগরবাসীর জনজীবনকে আরও দূর্বিষহ করে তোলা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ