সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

‘ইংরেজি বলা, ইংরেজদের মত জীবনযাপন করা ফ্যাশন নয়, এক ধরনের হীনমন্যতা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইংরেজি বলা ও ইংরেজদের মত জীবনযাপন করা কোন ফ্যাশনেবল ও উন্নত জীবনাচার নয়; বরং এটা এক ধরনের হীনমন্যতা। পৃথিবী তাকেই সম্মান করে যে প্রথমে নিজেকে সম্মান করতে শেখে।

ইসলামাবাদে গণমাধ্যমের সাথে আলাপকালে পাক প্রধানমন্ত্রী বলেন, ফ্যাশনেবল ও উন্নত জীবন চরিত বলতে কিছু নেই। তিনি বলেন, এক সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানিদের  চরমপন্থী ও মৌলবাদী বলা হতো, তখন থেকে আমাদের মধ্যে একজনের প্রতিরক্ষামূলক মানসিকতা তৈরি হয়েছে এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞা করেছি যে, আমরা পাকিস্তানের ফ্যাশন ও জীবনযাপনকে প্রমোট করবো।

তিনি আরো বলেন, আমরা আমেরিকারকে সমর্থন দিয়ে তাদের পক্ষে যুদ্ধ করেছিলাম, এদিকে তারাই আমাদেরকে পৃথিবীর কাছে মন্দ হিসেবে উপস্থাপন করেছিল, অথচ আমাদের জন্য তাদের যুদ্ধে অংশগ্রহণ করার কোন প্রয়োজনই ছিল না। তিনি বলেন, তখন পাকিস্তান সম্পর্কে বলা হয়েছিল যে, এটা অনেক বিপদজনক জায়গা, এখানে চরমপন্থার আখড়া।

তিনি বলেন, দেশের জনগণ হয়তো মনে করেছিলেন যদি তারা ইংরেজদের কাপড় পরেন ও তাদের মত জীবনাচার গ্রহণ করেন তাহলে এটা পাকিস্তানের জন্য ফ্যাশনেবল বলে ধরা হবে।

তিনি বলেন, ফ্যাশন ও উন্নত জীবন আত্মমর্যাদা থেকে আসে, পৃথিবী তাকেই সম্মান করে যে প্রথমে নিজেকে সম্মান দিতে শেখে। উন্নত ও ফ্যাশনেবল জীবন প্রমোট করতে চাইলে নিজের দেশের জাতীয়তাকে প্রমোট করার আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি আরও বলেন, আমরা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কপি করতে শুরু করেছি অথচ দুনিয়াতে শুধু আসল জিনিসই বিক্রি হয়, কপি জিনিস নয়। বিশ্ব দরবারে মানুষের মেধা গ্রহণযোগ্যতা পায়। আমরা ফিল্ম তৈরীর ক্ষেত্রে নিজের চিন্তা-চেতনার জায়গায় অন্যের সংস্কৃতি আপন করে নিচ্ছি, আমাদের টিভি চ্যানেলগুলো অনেক ভালো কাজ করছে যা ভারতেও দেখানো হচ্ছে। তিনি বলেন, নিজেদের চিন্তা চেতনা ও সংস্কৃতিকে সামনে তুলে ধরুন, কখনো ব্যর্থতাকে ভয় পাবেন না।

সূত্র: জিও ‍নিউজ।।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ