সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

আবারো ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলা, আহত ৭৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাদের হামলায় ৭৩ ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার এই হামলার ঘটনা ঘটে।

পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের বিভিন্ন বিক্ষোভ মিছিলে ইসরায়েলি সেনারা সরাসরি গুলি, রাবার বুলেট, টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করলে ৭৩ ফিলিস্তিনি আহত হন। পশ্চিম তীরের কাফর কাদ্দুম, কালকিলিয়া, বেইতা ও দক্ষিণ নাবলুসে এসব সঙ্ঘাতের ঘটনা ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অবৈধভাবে ফিলিস্তিনিদের জমিতে ইসরাইলি বসতি নির্মাণের বিরুদ্ধে এ আন্দোলন চলে আসছে। এ বিষয়ে প্রতিদিনই ফিলিস্তিনিরা তাদের ক্ষোভ জানাচ্ছেন।

ইসরাইলি সেনারা বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র নিয়ে এ সকল বিক্ষোভে হামলা চালালে নিরস্ত্র ফিলিস্তিনিরা তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে।

শুক্রবারের বিক্ষোভে ইসরাইলের সেনারা গুলি চালালে চার ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হন। আহত চার ফিলিস্তিনিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অপর দিকে ইসরাইলের সেনাদের রাবার বুলেটে আহত হয়েছেন আরো ৬৯ ফিলিস্তিনি। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, মোট ৩৩৫ ফিলিস্তিনি বিক্ষোভকারী টিয়ার গ্যাসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এর আগে পশ্চিম তীরের বেইতা শহরে চার ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছেন ইসরাইলের হামলায়।

ইসরাইল আভিটার নামে একটি ইহুদি বসতি নির্মাণ করছে। এ ইহুদি বসতি নির্মাণে বেইতা শহরের জাবাল সাহিব এলাকায় ফিলিস্তিনিদের ১০০০ স্কয়ার মিটার জমি দখল করেছে ইসরাইল। একারণেই ফিলিস্তিনিরা এ বিক্ষোভ শুরু করে।

ইসরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরের ১৬৪ বসতি ও ১১৬ উপনিবেশগুলোতে সাড়ে ছয় লাখ ইহুদি বসতিস্থাপনকারী বাস করে। যদিও আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনিদের জমিতে কোনো ধরনের ইহুদি বসতি বা উপনিবেশ নির্মাণ অবৈধ।

এছাড়া ইসরাইলি পুলিশ ২০০৩ সাল থেকে ইহুদি বসতিস্থাপনকারীদেরকে অনুমতি দিয়েছে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করার জন্য। যদিও বিভিন্ন সংস্থা এ বিষয়টির সমালোচনা করেছে।

সূত্র: ইয়েনি সাফাক

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ