শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে: নাহিদ ইসলাম ২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ এই সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে: আসিফ নজরুল পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান মসজিদে নববীতে কোরআন শিক্ষায় রেকর্ড: ২০২৫ সালে ৮,৩৩৫ হাফেজ তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা ভারতের তীব্র শীতের মধ্যে ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল মোদী সরকার ২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে: ধর্ম মন্ত্রণালয় ইরানের বিক্ষোভ নিয়ন্ত্রণে না আসলে ট্রাম্পের সামরিক হামলার হুঁশিয়ারি

ফেইসবুক ‘হ্যাক করে’ অর্থ আদায়, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেইসবুক হ্যাক করার পর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার জন্য মালিকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে সুনামগঞ্জ থেকে বিশ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা- সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ বলছে, মো. মামুন মিয়া নামের ওই যুবক দেশি ও বিদেশি অনেকের কাছ থেকেই এভাবে অর্থ আদায় করেছে।

গত সোমবার সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, মামুন এসএসসি পাস হলেও তথ্যপ্রযুক্তিতে পারদর্শী। সে ফেইসবুক ব্যবহারকারীদের মেসেঞ্জারে ‘ফিশিং লিংক’ পাঠাত। তাতে ক্লিক করলে ফেইসবুকের ইন্টারফেইস আসত। সেখানে আইডি, পাসওয়ার্ড দিলে তা চলে যেত হ্যাকারের কাছে।

মামুন তখন ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ফেইসবুকে ঢুকে ভিকটিমের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিত। এরপর সে ওই অ্যাকাউন্টের মালিকের কাছে মোটা অংকের টাকা দাবি করত। টাকা পেলে ভিকটিমের ফেইসবুক অ্যাকাউন্ট ফেরত দিত, না হলে নিজের দখলে রাখত।

‘ভিকটিমরা আইন শৃঙ্খলা বাহিনীর ভয় দেখালে সে বলত তাকে কেউ ধরতে পারবে না, ধরতে পারলে এক হাজার ডলার পুরস্কার দেবে।’

হাফিজ আক্তার জানান, ফেইসবুক হ্যাক করার ঘটনায় মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে, সেই মামলায় তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ