বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান নগরকান্দায় বিচারগান বন্ধ: 'ইসলাম পরিপন্থী' অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিল প্রশাসন রকমারির ‘১০-১০’ অফারে ৫ লক্ষাধিক পণ্যে বিশাল ছাড়! বিক্রির জন্য বাড়ি বানিয়ে তা বিক্রি না হলে যাকাত দেওয়া লাগবে কি? গাজায় প্রবেশের অপেক্ষায় ৬ হাজার ট্রাক, বাধা না দেওয়ার নির্দেশ আইসিজের বিএনপি নির্বাচনের দিনই গণভোটে দাবিতে অনড় : ড. মঈন খান কাঁথার সূত্র ধরেই উন্মোচিত হলো মাদরাসাছাত্র হত্যার রহস্য, গ্রেপ্তার সহপাঠী

আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য আজাদ সন্ধ্যা ও অনলাইন বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের প্রয়াত সঙ্গীতশিল্পী ও সুর সম্রাট মাওলানা আঈনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য আজাদ সন্ধ্যা ও অনলাইন বইমেলা।

আজ শুক্রবার (১৮ জুন) রাত ৯ টায় ‘আওয়ার ইসলাম টিভি’ ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত এ প্রোগ্রামের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছেন সাড়া জাগানো ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ প্রন্থের প্রকাশক ‘মাকতাবাতুল ইত্তিহাদ’। অনুষ্ঠানটির আয়োজক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আজাদ সন্ধ্যার লাইভে উপস্থিত থাকবেন নন্দিত নাশিদ শিল্পী সাঈদ আহমদ, মুহাম্মদ বদরুজ্জামানসহ কলরবের পুরো পরিবার। অনুষ্ঠানে অনলাইন বইমেলার উদ্বোধন করবেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

মাকতাবাতুল ইত্তিহাদ এর প্রকাশক ও কর্ণধার মাওলানা মোহাম্মদ ইসহাক জানিয়েছেন, বর্ণাঢ্য আজদ সন্ধ্রাকে উপলক্ষ করে সপ্তাহজুড়ে চলবে অনলাইন বইমেলা। মেলায় আমাদের প্রকাশিত সকল বইয়ে ৫৫% ছাড় থাকবে। আর সাড়াজাগানো অনুবাদগ্রন্থ ‘মুসলিম উম্মাহর ইতিহাস’- এ থাকবে ৬০% ছাড়। বইয়ের জন্য সরাসরি কিংবা অনলাইন বুকমার্ট ‘রকমারি’তে যোগাযোগ করার অনুরোধ করছি।

মেলা সংক্রান্ত যে কোন তথ্য জানতে যোগাযোগ করুন। মো. শামীম- ০১৩০৯৭২৭৩৬১ ও মো. সানাউল্লাহ-০১৭৮৯৮৭৩৬৭৯।

অনুষ্ঠানের বিষয়ে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব জানান, ‘মাওলানা আঈনুদ্দিন আল আজাদ রহ. ছিলেন ইসলামী ভাবধারার সঙ্গীতের দিকপাল। আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে তাঁকে স্মরণ করে এই বইমেলা ও আজাদ সন্ধ্যা। আমি এ অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

এছাড়া অনুষ্ঠানে আলোচনায় থাকবেন আলেম ও সাংবাদিক মাসউদুল কাদির। অনুষ্ঠানজুড়ে কলরব শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা তো থাকছেই। বিশেষত মাওলানা আঈনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি এর রেকর্ড করা গানগুলো বারবার বেজে উঠবে অনুষ্ঠানজুড়েই। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আওয়ার ইসলামের সাব-এডিটর কাউসার লাবীব।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ