বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

রাজধানী মতিঝিলের এক মাদরাসা শিক্ষক খোয়ালেন তিন লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অভিনব কৌশলে রাজধানীর মতিঝিল এলাকায় এক মাদরাসা শিক্ষকের কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তার নাম জসিম উদ্দিন (৫৭)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ ওই মাদরাসা শিক্ষক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি মতিঝিলের জামিয়া দারুল উলুম মাদরাসার বাংলা শিক্ষক। তার বাড়ি গাজীপুর বোর্ডবাজার এলাকায়। বর্তমানে মাদরাসা বন্ধ থাকায় টিকাটুলিতে ছেলের বাসায় থাকেন।

ঢামেকে চিকিৎসাধীন মাদরাসা শিক্ষক বলেন, মতিঝিল আইএফআইসি ব্যাংক থেকে সকাল ১১টার পর তিন লাখ টাকা উত্তোলন করেন তিনি। এরপর এক পাওনাদারকে ওই টাকা পাঠানোর জন্য ইসলামী ব্যাংকের মতিঝিল শাখায় যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় পথিমধ্যে রাস্তায় এক ব্যক্তি তার গায়ে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। এর অল্প সময় পরই তিনি অচেতন হয়ে পড়েন। যখন জ্ঞান ফিরে তখন তিনি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করেন। তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি খোয়া গেছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া আর কিছু জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলে, অসুস্থ অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হয়। তার উপর চেতনা নাশক কিছু প্রয়োগ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার জ্ঞান ফেরার পর ঘটনার বিস্তারিত জানান তিনি। ঘটনাটি তদন্ত করছে মতিঝিল থানা পুলিশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ