বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


অবশেষে ঢাকায় পৌঁছেছে ৬ লাখ ডোজ সিনোফার্ম টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ ডোজ সিনোফার্ম করোনার টিকা ঢাকায় এসে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মো. শামসুল হক গণমাধ্যমকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালানটি এসে পৌঁছেছে।

বাংলাদেশ বিমান বাহিনীর দুটি উড়োজাহাজ আজ সকালে চীন থেকে এই টিকা নিয়ে রওনা হয়েছিল। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, উড়োজাহাজ দুটি সকাল ১০টায় (বাংলাদেশ সময়) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

এ নিয়ে দ্বিতীয় দফায় চীন থেকে উপহার হিসেবে টিকা পেল বাংলাদেশ। এর আগে গত ১২ মে চীন থেকে পাঁচ লাখ ডোজ সিনোফার্ম টিকা দেশে এসেছিল। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এখন সেই টিকা প্রয়োগ করা হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ