বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

বাজেটে দুর্নীতিবাজদের সুযোগ দেয়া হয়েছে: ইসলামী শ্রমিক আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, দুর্নীতির মূলোৎপাটন ব্যাতিত যে বাজেট প্রণয়ণ করাই হোক না কেন তাতে দেশের সাধারণ মানুষের মাথাপিছু ঋণ বৃদ্ধি পেয়েই যাবে। তাই বাজেটে দুর্নীতির মূলোৎপাটনে কোন নির্দেশনা না থাকা হতাশাজনক ও দূরভিসন্ধিমূলক।

তিনি বলেন, করোনা মহামারীর কারনে সারাদেশে কর্মহারানো প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সরকার কোন সহায়তা দেয়নি। ব্যবসায়ীদের সুবিধা দিয়ে শিক্ষার ব্যয় বৃদ্ধি করেছে। করোনা পূর্বে জনসংখ্যার ২০ শতাংশসহ বর্তমানে মোট ৪২ শতাংশ হিসেবে সাড়ে ৬ কোটি দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে বরাদ্ধ না থাকায় নারী-শিশু, নিন্ম আয়ের শ্রমজিবী, দরিদ্র ও মধ্যবিত্তদের চরম দুর্ভোগে পতিত হতে হবে।

আজ শুক্রবার (৪ জুন) ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিকেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ষ্টিয়ারিং কমিটির মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী জেনারেল হাফেজ মাও. ছিদ্দিকুর রহমানের পরিচালনায় এতে আলোচনা করেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আবদুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা, মো. হারুন অর রশীদ, ক্যাপ্টেন অব. মো. ইবরাহিম, এ্যাডভোকেট আবদুল বাসেত, জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির, ওয়ায়েজ হোসেন ভূইয়া, এবিএম শেহাব উদ্দীন শেহাব, হাফেজ এইচ এম রফিকুল ইসলাম, মুফতী মোস্তফা কামাল, মাওলানা মামুনুর রশীদ, আলহাজ্ব কে এম বিল্লাল, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, এ্যাসিস্টান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা গোলাম কিবরিয়া, অধ্যাপক আবদুল করিম, আলহাজ্ব মহিউদ্দীন আহমদ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ওমর ফারুক প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ