বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


বিমানবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- সদয় কৃষ্ণ দাস (২৮) ও মো. তানভীর মাহমুদ ওরফে দৌলত (৩৫)।

সোমবার ডিএমপির গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। রবিবার বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২টি ওয়ারলেস সেট, ১টি ওয়ারলেস এর চার্জার, ৩টি মোবাইল ফোন, ১টি খেলনা পিস্তল ও ২টি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু আশরাফ সিদ্দিকী জানান, কতিপয় লোক প্রতারণার উদ্দেশ্যে সরকারি কর্মচারীদের ব্যবহৃত বিভিন্ন প্রতীকসহ উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর বাসার সামনে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, তারা পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ছদ্মবেশ ধারণ করে চাকরি দেওয়া, মামলা থেকে বাঁচানো, কাজ পাইয়ে দেওয়ার কথাসহ বিভিন্ন ভাবে প্রতারণা করে আসছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ