বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

মোহাম্মদপুরে পুলিশের ভুয়া এসআই গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে সোহেল রানা (৩১) নামের পুলিশের এক ভুয়া এসআইকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে টাউন হল মোড় থেকে তাকে গ্রেফতারের পর থানায় সোপর্দ করে ট্রাফিক পুলিশ।

গ্রেফতার সোহেলের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার ৫নং গোঁসাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে। তার বাবার নাম মৃত ইসরাফিল খান।

মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সোহরাব হোসেন  বলেন, আজ বিকালে টাউন হল মোড়ে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করছিলাম। এ সময় চালকের কাছে বাইকের কাগজপত্র ও লাইসেন্স দেখতে চাইলে তিনি জানান বাসায়। পরে মোটরসাইকেল রেখে তিনি কাগজপত্র আনতে বাসায় যান।

তিনি বলেন, একটু পরে একজন লোক এসে মোটরসাইকেলটি ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দেন। এবং পুলিশ সদর দপ্তরে কর্মরত রয়েছেন উল্লেখ করে আইডি কার্ড বের করে দেন। কিন্তু তার কথাবার্তা ও আচরণ সন্দেহ হওয়ায় তাকে পুলিশ বক্সে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। বিপি নম্বর ও কবে কোথায় ট্রেনিং করেছেন বলতে না পারায় তাকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করি।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান সার্জেন্ট মো. সোহরাব।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই ফারুকুল ইসলাম বলেন, পুলিশ পরিচয় দেওয়া যুবক সোহেল রানার বিরুদ্ধে রাতে থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, এক ভুয়া এসআইকে আটক করে থানায় দিয়ে গেছে ট্রাফিক পুলিশ। আমি মাত্র থানায় আসলাম। খোঁজখবর নিচ্ছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ