রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

দেওবন্দের বাহরুল উলূমখ্যাত আল্লামা নেয়ামাতুল্লাহ আজমী অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বিশ্বখ্যাত বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের প্রবীণ উস্তাদ ও বাহরুল উলূমখ্যাত আল্লামা নেয়ামাতুল্লাহ আজমী অসুস্থ। গত চারদিন থেকে তিনি জ্বরাক্রান্ত। আজ বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকে জ্বরের মাত্রা বেশি বলে জানা গেছে। দেওবন্দ দস্তাক টিভির সম্পাদক মাওলানা মেহেদী হাসান আইনী আওয়ার ইসলামের সাথে এক ফোনালাপে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘মাওলানা নেয়ামাতুল্লাহ আজমী সাহেবের জ্বর হয়েছে। তবে তত বেশি না।’

আল্লামা নেয়ামাতুল্লাহ আজমী ভারতের ফিকাহ একাডেমি অফ ইন্ডিয়া এর সদর। তাকে বাহরুল উলুম বা ইলমে হাদিসের জীবন্ত লাইব্রেরি উপাধিতে ডাকা হয়।

এর আগে দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম ও জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরী করোনা আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ মে) মুফতি আফফান মানসুরপুরী এক হোয়াটএ্যাপ ম্যাসেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

হোয়াটএ্যাপ ম্যাসেজে তিনি লিখেন, ‘আমার পিতা সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরীর গত চারদিন থেকে সর্দি-জ্বর ও ঠান্ডা। গতকাল বুধবার (৫ মে) থেকে বেশি দুর্বলতা অনুভব করছেন। প্রাথমিক টেষ্ট অনুযায়ী কোভিড পজিটিভ এসেছে। গতকাল তারাবীর পর থেকে শ্বাস-প্রশ্বাসে অসুবিধা অনুভব করায় বাসাতেই সামান্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এখনও পর্যন্ত দেওবন্দে নিজ বাসাতেই ঘরোয়া চিকিৎসা চলছে তার।’

এদিকে তার সুস্থতার জন্য বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে মাওলানা আফফান মানসুরপুরী। তিনি বলেন, হজরতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেনো হজরতকে সুস্থ করে দেন। আমিন।

কারী সাইয়েদ উসমান মানসুরপুরী শাইখুল ইসলাম হজরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর সুযোগ্য জামাতা। অল ইন্ডিয়া মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সদর হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ